অধিনায়কত্ব ফিরে পেলেন মুশফিক

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পাওয়ার পাশাপাশি অধিনায়কত্বও ফিরে পেয়েছেন টাইগার খেলোয়াড় মুশফিকুর রহিম। ‘আইকন’ হিসেবে চিটাগং ভাইকিংস কিনে নেওয়ার পর অধিনায়কত্বের দায়িত্বও দিয়েছে তাকে।

এর আগে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট রক্ষক ও ব্যাটসম্যান মুশফিক। কিন্তু দলের বাজে পারফরম্যান্সের কারণে তাকে অধিনায়কের আসন থেকে অপসারিত করে সহ-অধিনায়কের দায়িত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৯ বিপিএলের নিলামে রাজশাহী মুশফিককে ছেড়ে দিলে তাকে ‘আইকন’ হিসেবে কিনে নেয় চিটাগং ভাইকিংস। এবার তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েও সম্মানিত করলো ফ্র্যাঞ্চাইজিটি।

ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী বলেন, ‘এ বছর আমাদের দলটা দুর্দান্ত হয়েছে। মুশফিক, (লুক) রনকি, সিকান্দার রাজা, ডেলপোর্টের মতো অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমরা মুশফিককে অধিনায়ক হিসেবে পেয়ে ভীষণ খুশি। আশা করি এই মৌসুমটা আমাদের দুর্দান্তই কাটবে।’

৫ জানুয়ারি থেকে শুরু বিপিএলের উদ্বোধনী ম্যাচেই চিটাগং মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের।

Print Friendly

Related Posts