অধ্যাপক কবির ইইউএপির কান্ট্রি চেয়ার পুন:নির্বাচিত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির এ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) কান্ট্রি চ্যাপ্টারের চেয়ার হিসেবে পুন: নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত এইউএপির ১৬ম বার্ষিক সাধারণ সভায় তাকে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, তিনি ২০১৬ সাল থেকে এই পদে আসীন ছিলেন।

এইউএপি হলো এশিয়া প্যাসিফিক ও পৃথিবীর অন্যান্য দেশের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীর একটি সংগঠন। এর প্রধান উদ্দেশ্য হলো এইউএপি এর সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা প্রসার ঘটানো এবং একই সঙ্গে এই সংগঠন বিশ্বব্যাপী অনন্য প্রতিষ্ঠান হিসেবে পেশাগত অভিজ্ঞতার উন্নয়নে সভা-সমিতি, সেমিনার ও প্রকাশনার বিষয়ে কাজ করে যাচ্ছে।

 

সূত্র: বাচ্চু শেখ জনসংযোগ-ইউএপি

Print Friendly

Related Posts