অনন্ত সময়ের প্রত্যাশা ॥ মাকসুদা লিসা

অনন্ত সময়ের প্রত্যাশা

 

অনন্ত সময়ের জন্য অপেক্ষার প্রহর গুনে যাই

রাত আসে, ভোর হয়,

অভিমানী এই মন উদাসী হাওয়ায় ভেসে যায়,

দূরে বহুদুরে।

 

তোমার বাড়ির পাশের কৃষ্ণচূড়ার পাতায় কাঁপন ধরে

বারান্দায় দাঁড়িয়ে হাতছানি দিয়ে যায় ভালবাসা

টিনের চালে হঠাৎ বৃষ্টির নাচন

আঁজলা ভরে জল দেবে কি আমায়!

সাথে দিও কিছুটা সুবাস,

আমি অপেক্ষায়

অনন্ত সময়ের প্রত্যাশায়

 

 

একি সেই তুমি !

 

 

এক অসীম শূন্যতা বুকের ভেতরে,

কষ্টের পারদ জ্বলছে অবিরত

আমি চেয়ে আছি, শুধু দেখছি,

দেখছি কতটা মিথ্যের পাহাড়ে

ডুবে যেতে পারো তুমি,

কত কাছে থাকার কথা ‘

আর কত কাছে আছো,

কাছে থেকেও দূরে তুমি।

 

হাতের স্পর্শেই ছোঁয়া যায় তোমাকে

দৃষ্টির সীমানায় কত ছবি উঠে ভেসে

তবুও কত লুকোচুরি

হৃদয়ে কিভাবে সয়

তোমার দিন রাতের বিলাসিতা

তোমার নিত্যনতুন নাটকের পটভূমি

হায়রে তুমি !

একি, সেই তুমি।

Print Friendly

Related Posts