অফিস বন্ধ রেখে ইউএনওকে সংবর্ধনা, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

মো. নাঈম হোসেন, দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসনের সকল ধরনের অফিস কার্যক্রম বন্ধ রেখে নির্বাহী কর্মকর্তা মো. রায়হান আহমেদকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা অফিসার্স ক্লাব।

পাবলিক সার্ভিস ডে’তে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় বৃহষ্পতিবার সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার।

এদিকে সকাল দশটায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলে তখন থেকেই অফিস বন্ধ করে দিতে থাকেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগে সেবা নিতে আসা জনসাধারন চরম ভোগান্তিতে পড়েন। বেলা ১১ টা ৫৪ মিনিটে অনুষ্ঠান শেষ হলে টানা ২ ঘন্টা বন্ধ থাকে সকল ধরনের অফিস কর্যক্রম। এসময় বিভিন্ন অফিসে তালা ঝুলতে দেখে হাতাশ হয়ে বাড়িতে ফিরে যান অধিকাংশ সেবা প্রত্যাশী।

ষাটোর্ধ্ব মজিদ মিয়া ক্ষুব্ধ কন্ঠে বলেন, “এত বৃষ্টির মধ্য আইসসাও কাউরে পাইলাম না। এক ঘন্টা ধইররা বইসসা আছি কারও কোন খবর নাই।”

এবিষয়ে জানতে চাইলে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, উপজেলার মাসিক সমন্বয় সভার পূর্বে আমরা অল্প সময়ের জন্য সংবর্ধনা অনুষ্ঠানটি করেছি।

তবে উপজেলার মাসিক সমন্বয় সভা দুপুর সোয়া ১২টা থেকে আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে একাধীক সূত্র।

Print Friendly

Related Posts