অভিষেকে শতরান হাঁকিয়ে সৌরভকে ছুঁলেন পৃথ্বী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভারতের ব্যাটিং আকাশে নতুন নক্ষত্র পৃথ্বী শ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স পৃথ্বী’র৷

অভিষেক টেস্টে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুঁয়ে ফেললেন পৃথ্বী শ৷ ১৯৯৬ সালে ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে অভিষেকে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ৷ এবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান হাঁকালেন মুম্বইকর পৃথ্বী শ৷

দীর্ঘ ইংল্যান্ড সফরের পর ঘরের মাঠে ক্রিকেট অভিযান শুরু ভারতের৷ রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷

প্রত্যাশিতভাবেই টেস্ট ক্যাপ উঠে তরুণ ভারতীয় ওপেনার পৃথ্বী শ’র মাথায়৷ তিনি ভারতের ২৯৩ নম্বর টেস্ট ক্রিকেটার৷ তাঁর হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন ক্যাপ্টেন কোহলি৷ কাকতলীয়ভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সিনিয়র টিমে স্বাগত জানান আর এক যুব বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন৷

https://twitter.com/BCCI/status/1047690457147478026?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1047690457147478026&ref_url=https%3A%2F%2Fkolkata24x7.com%2Findia-won-the-toss-and-elected-to-bat-first-in-1st-test-vs-west-indies-at-rajkot.html

ভারতীয় দল: লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও উমেশ যাদব৷

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেগ ব্রাথওয়েট (অধিনায়ক), কায়রাণ পাওয়েল, শাই হোপ, শিমরন হেতমায়ের, রোস্টন চেস, সুনীল অ্যাম্ব্রিস, শেন ডওরিচ (উইকেটকিপার), কীমো পল, দেবেন্দ্র বিশু, শারমান লুইস ও শ্যানন গ্যাব্রিয়েল৷

Print Friendly

Related Posts