আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয় ॥ মায়া

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি বলেছেন, আওয়ামী লীগ উন্নয়ন ও গণতন্ত্রের দল। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। গণতন্ত্রের সঠিক ব্যবহার হয়। তাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

শনিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় জেলহত্যা দিবসে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, পঁচাত্তরের এই দিনে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। দেশে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। সেদিন আমিও জেলে ছিলাম। আল্লাহর অশেষ রহমতে বেঁচে যাই।

৩রা নভেম্ভরের ঘটনা বিবরণ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যান তিনি। মন্ত্রী বলেন, আজকের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী নির্বাচনে নৌকায় জয় নিশ্চিত করতে হবে।

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন মানিকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, ত্রাণ মন্ত্রীর সহ-ধর্মিনী পারভীন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা সুবর্ণা চৌধুরী বীনা, মতলব ইয়ং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহী, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, মতলব উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক গাজী আইয়ুব আলী, কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাহজাহান প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।

জনসভায় হাজার হাজার জনসাধারন অংশগ্রহণ করে।

Print Friendly

Related Posts