আতসবাজিতে নতুন বছরকে স্বাগত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥   নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া৷ বর্ণিল আলোচ্ছটার মধ্যে দিয়ে ২০১৯ সালকে বরণ করে নিলেন এই দুই দেশের মানুষ৷ বিশ্বের প্রথম বড় শহর হিসাবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড৷ আন্তর্জাতিক সময়-মানের সব থেকে কাছাকাছি অবস্থান করা বড় শহর হিসেবে প্রতিবার এই ভাগ্য তাদেরই।

নিউজিল্যান্ডের পর নতুন বছরকে বরণ করে নেয় অস্ট্রেলিয়া৷ রাজধানী সিডনির হার্বার ব্রিজে এই বর্ষবরণের উৎসব পালিত হল। অকল্যান্ডের মত এখানেও বাজি পুড়িয়ে, আলোর রোশনাই এবং গান-বাজনার মধ্য দিয়ে ২০১৮-কে স্বাগত জানানো হয়।

প্রায় ১২ মিনিট ধরে চলে বাজির ফুলঝুড়ি। বর্ষবরণের এই বাজির ফুলঝুড়ি দেখতে দেশ-বিদেশের প্রায় ১০ লক্ষ মানুষ ভিড় করেছেন হার্বার ব্রিজে।

আর কিছুক্ষণ পর জাপান, দুই কোরিয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কুয়ালালামপুরবাসী বর্ষবরণ উৎসবে মাতবেন৷

Print Friendly

Related Posts