আপনার আজকের রাশিফল ॥ ১ নভেম্বর

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আপনার আজকের রাশিফল, ১ নভেম্বর ২০১৮

মেষ:

আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত। পায়ের কোন চোটে আঘাত সামলে চলুন। লৌকিকতার কারণে অর্থ ব্যায়ের যোগ রয়েছে। কোন রকম লগ্নি থেকে আজ দূরে থাকাই ভালো।

বৃষ:

আপনার আজকের দিনটা মধ্যম। হাড় বৃদ্ধির সমস্যায় ভুগতে হতে পারে। কর্মস্থানে আজ অপরকে অর্থ ধার দেবেন না। চাকরী সংক্রান্ত কর্মে কিছু সমস্যা আসতে পারে।

মিথুন:

আপনার আজকের দিনটি মধ্যম। কর্মক্ষেত্রে আপনার অভিনবত্বের ছাপ থাকবে। খাদ্যদ্রব্য ইমারতি দ্রব্যের ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। তবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন৷

কর্কট:

আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত। নতুন কোন পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আজকের দিনটা শুভ নয়। স্ত্রীর সঙ্গে কোন বিষয়ে ভুল বোঝাবুঝি হলে তা মিটিয়ে নিন।

সিংহ:

আপনার আজকের দিনটি মধ্যম। ক্রনিক কোনও রোগের প্রকোপ বাড়তে পারে। কর্মস্থলে আপনার সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগান। হস্তশিল্পের নৈপুণ্যের সঙ্গে যুক্ত কর্মে সফলতা।

কন্যা:

আপনার আজকের দিনটা শুভ। ধৈর্য ও নিষ্ঠা সহকারে সকল সিদ্ধান্ত নিন। ব্যবসায়ীরা বাজারের গতিপ্রকৃতি দেখে তবে অর্থ বিনিয়োগ করুন। আইন ও অর্থনীতির বিদ্যার্থীরা ভাল সুযোগ পাবেন।

তুলা:

আপনার আজকের দিনটা শুভ। শারীরিক সুস্থতা নির্দেশ করছে। ধর্মীয় কাজে মন বসবে৷ অফিসে বসের সঙ্গে ঝামেলা থাকলে তা আজই মিটিয়ে নিন৷ তবে পরিবারে গুরুস্থানীয় কোনও ব্যক্তির অসুস্থতার কারণে চিন্তিত হয়ে পড়তে পারেন৷ ওষুধ,চা,পুস্তক বিষয়ক দ্রব্যের ব্যবসায়ে অর্থ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ।

বৃশ্চিক:

আপনার আজকের দিনটা মধ্যম। হঠাৎ অসুস্থায় কোন শুভ যোগ হাত ছাড়া হতে পারে। আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

ধনু:

আপনার আজকের দিনটা মধ্যম। কান বা গলার কোন ব্যাথায় ভুগতে হতে পারেন। উদাসীনতার কারণে কোন কাজেও উৎসাহ আসবে না। বাচ্চকে নিয়ে একটু চিন্তিত থাকবেন।

মকর:

আপনার আজকের দিনটা শুভ। মানসিক স্থিরতার ওপর জোর রাখুন। ১০.৪৫ থেকে ১২.৫০ এর মধ্যে অর্থ বিনিয়োগ করুন। আজ ব্যাবসায়িক সাফল্যের যোগ আছে।

কুম্ভ:

আপনার আজকের দিনটা মধ্যম। গলার টনসিল বাড়তে পারে। অতিরিক্ত দীর্ঘসূত্রতার কারণে বিদ্যার্থীরা কোন সিদ্ধান্তে আসতে পারবেন না। কর্মের কারণে ভ্রমণের সুযোগ পাবেন। প্রিয়জনের সাথে সকল মনোমালিন্য কাটিয়ে উঠুন।

মীন:

আপনার আজকের দিনটা মধ্যম। মানসিক চঞ্চলতা একাকীত্ব কে বাড়িয়ে দেবে। পিতামাতার সঙ্গে সম্পত্তি ভাগাভাগি নি মতবিরোধ। স্টুডেন্টরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন।

Print Friendly

Related Posts