আপনার আজকের রাশিফল ॥ ৩ আগস্ট

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  আপনার আজকের রাশিফল : ৩ আগস্ট ২০১৮

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল):

আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় সকালের দিকে কিছু অর্থ ব্যয় হতে পারে। বৈদেশিক যাত্রার জন্য সকালের দিকটা ভালো যাবে। সকালের পর প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে):

আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। সকালের দিকে বকেয়া বিল আদায় হতে পারে। বাড়িতে বড় ভাই-বোনের আগমনে আনন্দ পাবেন। কিছু অর্থ রোজগারের সুযোগ চলে আসবে। দুপুরের দিকে দূরে কোথাও যাত্রার যোগ বলবান। প্রবাসীদের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীক কারণে বিদেশ যাত্রার যোগ প্রবল।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন):

মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। সকালের দিকে কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে দেখা হতে পারে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারেন। বড় ভাই-বোন থেকে কোনো রকমের সাহায্য পেতে পারেন। বিদেশ থেকে কোনো বন্ধুর আগমনে লাভবান হবেন।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই):

আজ কর্কট রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র যাবে। সকালের দিকে ভাগ্য উন্নতি হতে পারে। বৈদেশিক যোগাযোগ থেকে লাভবান হবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার কোনো সুযোগ পাবেন। আজ চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরুপ ভালো ফল পাবেন। সামাজিক কর্মকাণ্ডে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগস্ট):

আজ সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। সকালের দিকে কোনো পাওনাদারের তাগাদা পেতে পারেন। কোনো আত্মীয়র মৃত্যু সংবাদ পাওয়ার আশঙ্কা। দুপুরের দিকে ভাগ্য আপনার সহায় হবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অগ্রগতি হবে। কোনো অতীন্দ্রিয় ব্যক্তির সাক্ষাৎ পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষা নিয়ে ব্যস্ত হতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর):

আজ কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। সকালে দিকে দাম্পত্য সুখশান্তি বৃদ্ধি পাবে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। দুপুর থেকে সময় কিছুটা প্রতিকূল হতে পারে। ব্যবসায়ীক কাজে ঝামেলা দেখা দেবে। যানবাহন সংক্রান্ত দুর্ঘটনার আশঙ্কা দেখা যায়। ঋণ যোগ প্রবল।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর):

আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর কিছুটা দূর্বল থাকবে। সকালের দিকে কাজের লোকের কারণে কোনো ঝামেলায় পড়তে পারেন। বৈদেশীক কাজে দুপুরের পর কোনো আলাপ আলোচনা হতে পারে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো যেতে পারে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর):

আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। সকাল সকাল রোমান্টিক কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন। সন্তানের রহস্যজনক আচরণে কষ্ট পাওয়ার সম্ভাবনা। শিল্পীদের কোনো পরীক্ষা বা অডিশন থাকতে পারে। দুপুরের দিকে শরীর কিছুটা দূর্বল থাকবে। মাথা ব্যাথা বা চক্ষু পীড়ায় কষ্ট পেতে পারেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর):

আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ গৃহে কোনো পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। সাকালে আত্মীয় স্বজনের আগমন হবে। দুপুরের দিকে প্রেম ও রোমান্স শুভ। পরীক্ষার্থীরা পরীক্ষায় আশানুরুপ সাফল্য পাবেন। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। শিল্পী ও কলাকুশলীদের দিনটি লাভদায়ক হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি):

আজ মকর রাশির জাতক-জাতিকার যোগাযোগে সাফল্য লাভের দিন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার লাভের যোগ বলবান। বিকাশ এজেন্টদের সকালে দিকে আর্থিক বিষয়ে কোনো ঝামেলা দেখা দেবে। দুপুরের দিকে প্রত্যাশা পূরণ হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। যানবাহন ক্রয় করতে পারেন। প্রত্যাশা পূরণের যোগ প্রবল।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):

কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। সকালের দিকে কোনো বকেয়া টাকা ফেরত পেতে পারেন। সঞ্চয়ের সুযোগ আসবে। সামাজিক মাধ্যমে আপনার পরিচিতি ও খ্যাতি বৃদ্ধি পেতে পারে। সাংবাদিকদের দিনটি বলবান থাকবে। উবার ও পাঠাওয়ের চালকদের ভালো আয় রোজগারের যোগ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):

মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। সকালের দিকে কোনো সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দুপুরে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা। খুচরা ও পাইকারি বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। সঞ্চয়ের সুযোগ পেতে পারেন। খাদ্য ও বস্ত্র ব্যবসায় ভালো লাভ হবে।

Print Friendly

Related Posts