আমেরিকার মূল ভুখন্ডে আঘাত করতে পারবে এই মিসাইল!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে উত্তর কোরিয়ার মাত্র হয়ত আর এক বছর লাগবে। এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দারা। আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এবারে তার চেয়ে তিন বছর কম লাগবে বলে মনে করা হচ্ছে।

নতুন এই পূর্বাভাসে বলা হয়েছে, এক বছরে মধ্যেই পরমাণু বোমাবাহী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পুনরায় আবহ মণ্ডলে ঢোকার ধকল সহ্য করার মতো সক্ষম হয়ে উঠতে পারবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র।

চলতি মাসের গোড়ার দিকে পিয়ংইয়ং প্রথম আইসিবিএমের পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্র আলাস্কায় পৌঁছতে পারবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এই পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার আইসিবিএম নিয়ে নতুন করে কথা উঠেছে।

Print Friendly

Related Posts