আর্জেন্টিনার জন্য আবার দুঃসংবাদ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিশ্বকাপের জন্য রাশিয়া পৌঁছানোর আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ইনজুরির কারণে তাদের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ম্যানুয়েল লানজিনি। অনুশীলনের সময় ইনজুরি পড়েন এ মিডফিল্ডার।

লানজিনির পরিবর্তে কে স্কোয়াডে যুক্ত হবেন সেটি এখনও জানানো হয়নি।

শুক্রবার আর্জেন্টাইন জাতীয় দলের টুইটারে বলা হয়, ‘ম্যানুয়েল লানজিনি আজ সকালের অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন। তার ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে।’

আগামী সপ্তাহেই শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। তার আগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ২৫ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের অনুপস্থিতি কোচ হোর্হে সাম্পাওলির জন্য বড় আঘাতই।

লানজিনির আগে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন একনম্বর গোলরক্ষক সার্জি রোমেরো।

১৬ জুন আইসল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

 

Print Friendly

Related Posts