ইঁদুরও জরের কারণ..

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের উল্টোডাঙার বাসন্তী কলোনিতে ঘর ঘর ছড়িয়ে পড়েছে জ্বর৷ এখানে ছোট থেকে বড় অনেকেই অজানা জ্বরে ভুগছে৷ দু’জনের মৃত্যুও হয়েছে৷ এখনও হাসপাতালে ভর্তি কেউ কেউ৷এঘটনায় নড়েচড়ে বসে রাজ্যের স্বাস্থ্য দফতর৷

রবিবার বাসন্তী কলোনিতে যান মন্ত্রী সাধন পাণ্ডে,কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু, বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার ও কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তারা৷ তারা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন৷ মন্ত্রী কলোনির বাসিন্দাদের চিকিৎসার আশ্বাস দেন৷

কলকাতা পুরসভার ওয়ার্ড কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু জানান, উল্টোডাঙার বাসন্তী কলোনির শুভ ময়রা ও সখিনা বিবির মৃত্যু হয়েছে৷ এখনও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন৷ ফলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷

কাউন্সিলর জানান, ডাক্তার বলেছে এই জ্বর ইঁদুর থেকে হতে পারে৷ এক ধরনের ভাইরাস এই রোগ ছড়ায়৷ সাধারনত এই ভাইরাসগুলো বহন করে ছারপোকার মতো দেখতে এক ধরনের একটি ছোট পোকা৷ যে পোকাগুলি সাধারনত ইঁদুরের গায়ে থাকে৷ এমনকি এই ভাইরাস থেকে জ্বর হলে তা স্ক্রাব টাইফাস ভাইরাস রোগে পরিণত হতে পারে৷ যা এক ধরনের মারাত্মক রোগ৷ ছোট শিশুরাই এই ভাইরাসে বেশি আক্রান্ত হয়৷

উল্টোডাঙার বাসন্তী কলোনিতে যাদের জ্বর হয়েছে তাদের কী ধরনের জ্বর তা পরীক্ষা নিরীক্ষা করার পরই জানা যাবে৷ তবে ওখানে যে ইঁদুরের উৎপাত আছে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷

Print Friendly

Related Posts