আজ ইংল্যান্ডের সঙ্গে সমতার স্বপ্ন কোহলিদের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সাউদাম্পটনে এর আগের সাক্ষাতে ইংল্যান্ডের কাছে ২৬৬ রানে বড় ব্যবধানে হার স্বীকার হয়েছিল ভারতীয় দলকে। তাই গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টে মাঠে নামার আগে ট্র্যাক রেকর্ড কিছুটা হলেও অস্বস্তিতে রাখছে ভারতীয় দলকে।

০-২ পিছিয়ে থেকে নটিংহ্যাম টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। তাই আর পিছনে ফিরে তাকাতে রাজি নয় কোহলি এন্ড কোম্পানি। সিরিজ জয়ের লক্ষ্যেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চায় তারা। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। ব্যাকফুটে চলে যাওয়া দলটাকে নটিংহ্যাম টেস্ট জয় অন্তত এই বিশ্বাসটুকু যোগাতে সাহায্য করেছে। প্রয়োজনীয় অক্সিজেন ফিরে পেয়েছে রবি শাস্ত্রীর ছেলেরা।

পদস্খলন হলেই সিরিজ হাতছাড়া করতে হবে। তাই জিতেই সিরিজ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চায় ভারত। সেকারণে চতুর্থ টেস্টে নামার আগে উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষপাতী নন অধিনায়ক কোহলি। তাই সম্ভবত সিরিজে প্রথমবার অপরিবর্তিত রেখেই প্রথম একাদশ সাজাতে চলেছে দলের থিঙ্ক-ট্যাঙ্ক। চতুর্থ টেস্টে নামার ১৯৩৬-৩৭ ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়ার উদাহরণও বারবার উঠে আসছে ভারতীয় শিবিরে। সেবার অ্যাসেজে এভাবে পিছিয়ে পড়েই দুরন্ত প্রত্যাবর্তন করে সিরিজ জিতে নিয়েছিল ব্যাগি গ্রিনরা।

তবে রুটদের আরও একবার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার আগে রবিচন্দ্রন অশ্বিনের চোট নিয়ে কিছুটা চিন্তায় ভারতের টিম ম্যানেজমেন্ট। বদলি হিসেবে তৈরি রাখা হচ্ছে রবীন্দ্র জাদেজাকে। অশ্বিন একান্তই খেলতে না পারলে একজন অতিরিক্ত ব্যাটসম্যানের দিকেও ঝুঁকতে পারে তারা।

ট্র্যাক রেকর্ড কিংবা অশ্বিনের চোট চিন্তায় রাখলেও অধিনায়ক কোহলির ফর্ম, পেসারদের আগ্রাসী মনোভাব স্বস্তিতে রাখছে দলকে। সবমিলিয়ে জয় প্রাথমিক লক্ষ্য থাকলেও অ্যাসিড টেস্টে কোনওভাবেই হারতে রাজি নন কোহলিরা। নিদেনপক্ষে সিরিজ ড্র রেখেই ইংল্যান্ড ছাড়ার লক্ষ্যে টেস্ট ক্রিকেটে এক নম্বর দল।

অন্যদিকে সবুজ ঘাসের পিচে সাউদাম্পটনে ভারতকে স্বাগত জানাতে তৈরি ইংরেজরা। চোটের কারণে চতুর্থ টেস্টে খেলতে পারছেন না জনি বেয়ারস্টো। বদলি হিসেবে ঘরের মাঠে ইংল্যান্ড শিবিরে অন্তর্ভুক্তি ঘটছে টিম ভিন্সের। বেয়ারস্টোর পরিবর্তে গ্লাভস হাতে উইকেটের পিছনে দেখা যাবে একদিনের উইকেটকিপার জোস বাটলারকে।

নটিংহ্যামের ভুলভ্রান্তি শুধরে সিরিজে ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যেই ব্রিটিশরা। একইসঙ্গে চতুর্থ টেস্টে নামার আগে সাউদাম্পটনের পুরনো ফলাফলও স্বস্তি দিচ্ছে রুটদের।

Print Friendly

Related Posts