ইউইউএইচআরবিএফ’র ফতেপুর পূর্ব ইউনিয়ন শাখা কমিটি গঠন

মতলব উত্তর প্রতিনিধি ॥ ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন এর মতলব উত্তর উপজেলা শাখার অধীনে ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে সাহাবাজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মানবাধিকার সংগঠনের উপজেলা শাখার চেয়ারম্যান ইসমাইল খান টিটু। সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান মাস্টার।

উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান মো. রোমান মিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা শাখার কো-চেয়ারম্যান মিলাদ বেপারী, সাধারন সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সরকার, রিপন মিয়া, সহ-সাধারন সম্পাদক হুমায়ুন কবির, মো. কামাল হোসেন সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক দুলাল সরকার, মানবাধিকার কর্মী জুয়েল রানা প্রমুখ।

সভায় উপজেলা শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে উপজেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেনকে পদোন্নতি দিয়ে যুগ্ম-সাধারন সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে।

সভার দ্বিতীয় অধিবেশনে ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে ঘোষনা দেন উপজেলা শাখার চেয়ারম্যান ইসমাইল খান টিটু।

ফতেপুর পূর্ব ইউনিয়ন শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি মহসিন প্রধান, সাধারন সম্পাদক জুয়েল রানা মাস্টার, যুগ্ম-সাধারন সম্পাদক ইব্রাহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রনি, প্রচার সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আবু মুছা, সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক সুজন চন্দ্র শীল।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মতলব উত্তর উপজেলা শাখার চেয়ারম্যান ইসমাইল খান টিটু বলেন, আমাদের এই সংগঠন অধিকার বঞ্চিত মানুষের সহায়তায় কাজ করে। নারী নির্যাতন, মাদক বিরোধীসহ বিভিন্ন সামাজিক অপরাধমূলক কার্যক্রম করে থাকি। এছাড়াও শিক্ষা নিয়েও আমরা কাজ করি।

তিনি আরও বলেন, আজকে যারা আমাদের সংগঠনের অর্ন্তভূক্ত হলেন। সকলে মানুষকে সেবা দেওয়ার মনোবল নিয়ে কাজ করবেন।

Print Friendly

Related Posts