ইউএপিতে প্রথম জুনিয়র গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ৩ আগষ্ট শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ইউএপি-সেল জুনিয়র হাই স্কুল গণিত অলিম্পিয়াড।

ইউএপির পুরকৌশল বিভাগের গণিত ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে। এখানে ৪টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন তারা হলো নাজনীন স্কুল এ্যান্ড কলেজ, মোহাম্মাদপুর সরকারী হাই স্কুল, রায়ের বাজার হাই স্কুল এবং ফয়জুর রহমান আইডিয়াল ইন্সটিটিউট।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এবং ইউএপির উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণও করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউএপির পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মাদ মিজানুর রহমান।

উল্লেখ্য, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ফয়জুর রহমান আইডিয়াল ইন্সটিটিউটের মো: শাহরিয়ার মিজু। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে একই প্রতিষ্ঠানের নাসিমুল তাফিম এবং আমানুল ইসলাম রিফাত।

তথ্যসূত্র: বাচ্চু শেখ জনসংযোগ বিভাগ– ইউএপি

Print Friendly

Related Posts