ইউটিউবে শর্মিলা সিনহার বর্ষার গান

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আমি মেঘে মেঘে তোমার নাম লিখে ঝরিয়েছি/ কে বলে শ্রাবণ/ কে বলেআষাঢ়/ আমি জানি জানি জানি সে তোমারই হাহাকার- এমন কথা নিয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। আর গত ৭ আগস্ট ইন্টারনেটে মুক্তি পায় গানটির ভিডিও।

এর চিত্রগ্রহণ করেছেন আগুন্তুক, সম্পাদনায় ছিলেন সুমন দাশ।গানটির ভিডিওতে মডেল হয়েছে মঞ্চের শিল্পী জ্যোতি সিনহা।সংগীতায়োজন করেছেন নির্ঝর চৌধুরী ও রোকন ইমন।

গানের ভুবনে শর্মিলা সিনহার বিচরণ ছোটবেলা থেকেই । ছায়ানট এবং বিভিন্ন ওস্তাদের কাছে নিয়েছেন গানের তালিম। দুই দশকেরও বেশিসময় ধরে মণিপুরি থিয়েটারের সংগীতনির্দেশক ও সংগীতশিল্পী হিসেবে কাজকরছেন তিনি।

নিজের একক অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনার কথা জানিয়ে শর্মিলা সিনহা বলেন, “এরই মধ্যে কাজ শুরু হয়েছে। ‘আমি মেঘে মেঘে’ গানটিও একক অ্যালবামে থাকবে। আরও কিছু গান তৈরি হচ্ছে অ্যালবামের জন্য। সব কটিই শুভাশিস সিনহারলেখা ও সুর করা।”

শুভাশিসের লেখা ‘এত আলো নিয়ে চাঁদ একলা’ ও ‘ভুল হতে এসেছিলে তুমি’ গান দুটির মিউজিক ভিডিও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান শর্মিলা।

Print Friendly

Related Posts