ইসরায়েলের সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আরব দুনিয়ার শত্রু ইসরায়েল৷ আর সেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গেই গোপনে বৈঠক করলেন সৌদি আরবের যুবরাজ৷ এমন খবর প্রচারিত হতেই বিতর্ক৷ জানা গিয়েছে এই বৈঠক হয় জর্ডানে৷

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, মিশরেও দুই রাষ্ট্রের কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়েছে৷ তবে এতে আলোচনার বিষয়ে কোনও পক্ষই মুখ খুলতে চায়নি৷ সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা শহরে আক্রমণ চালায় ইসরায়েলি সেনা৷

এতে কয়েকজনের মৃত্যু হয়৷ এর জেরে তীব্র অসন্তোষ ছড়িয়েছে দুনিয়ায়৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব জানিয়েছেন, গাজার সীমান্তে যুদ্ধের পরিস্থিতি৷ এমনই অবস্থায় প্যালেস্টাইনকে সমর্থনকারী বিভিন্ন মুসলিম রাষ্ট্র প্রতিবাদ দেখিয়েছে৷

তারই মাঝে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে গোপন বৈঠক বিতর্ক আরও উস্কে দিতে শুরু করল৷ জর্ডানের রাজধানী আম্মানে হওয়া এই বৈঠকের খবর প্রথম প্রকাশ করে ইসরায়েলি দৈনিক মায়ারিভ৷

রিপোর্টে বলা হয়েছে, দুই রাষ্ট্রের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। কোনও কোনও বৈঠকে ছিলেন জর্ডনের রাজা আব্দুল্লা৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইহুদি জামাতা ও উপদেষ্টা জেরাড কুশনার এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত জেসন গ্রিনব্লাটের জর্ডন সফরের মাঝেই এই বৈঠক হয়৷ সেই রেশ ধরে মিশরেও একাধিক বৈঠকে অংশ নেন ইসরায়েলি ও সৌদি প্রতিনিধিরা৷

Print Friendly

Related Posts