ইরাকের পরবর্তী প্রেসিডেন্ট বারহাম শালিহ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ খুরদিস রাজনীতিবিদ বারহাম শালিহকে দেশের প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল ইরাকের সংসদ। প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ খুরদিস্তানের সদস্য শালিহ তার মূল প্রতিপক্ষ খুরদিস্তান ডেমোক্রেটিক পার্টির ফাউদ হুসেনকে ২১৯ টি ভোটে হারিয়ে দেশের প্রেসিডেন্ট হলেন।

নানা ধরণের অনুষ্ঠানের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেন। বিদ্যুৎ বন্টন চুক্তি নিয়ে সরকারের ভুমিকা ভিন্ন ধরণের। ২০০৩ সাল থেকে ইরাকের প্রত্যেক প্রেসিডেন্টই কুর্দ সম্প্রদায়ের। প্রধানমন্ত্রী সিয়া মুসলিম সম্প্রদায়ের এবং সংসদের স্পিকার সুন্নি আরবের।

শপথ গ্রহণের সময় ৫৮ বছর বয়সী শালিহ বলেন,’আমি ইরাকের একতা এবং সুরক্ষা রক্ষার্থে বদ্ধ পরিকর’।
এর আগে শালিহ নৌরি মাকিলির অধীনে ডেপুটি প্রধানমন্ত্রীর পদে ছিলেন। ইরাকী কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী পদেও বেশ কিছুদিন ছিলেন তিনি।

Print Friendly

Related Posts