ইসলামী আন্দোলন কদমতলী থানা শাখার ইফতার মাহফিলে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ইসলাম মাদক দমন নয়, মাদক মুক্ত সমাজ গঠনে বিশ্বাসী। মাদক সেবন, ক্রয়-বিক্রয় ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম। কাজেই মাদক একটি সামাজিক ব্যাধি। তাই মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামের বিকল্প নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা শাখার উদ্যোগে ‘ইসলামী সমাজ গঠনে মাহে রমাযানের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শনিরআখড়াস্থ গ্রামীন চাইনিজ রেষ্টুরেন্টে থানা সভাপতি মাওলানা মাউদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী মু. আজিজুল হক আজিজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ডা. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন রুমী, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, আলহাজ্ব সাইদুল ইসলাম বাবুল, শ্রমিকনেতা সুলতান আহমদ খান প্রমুখ।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

 

ছবি : “ইসলামী সমাজ গঠনে মাহে রমাযানের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

Print Friendly

Related Posts