উলফা নেতা পরেশ বড়ুয়া মারা গেছেন!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অাসামের বিভিন্ন সংবাদ সংস্থা ও স্থানীয় পত্রিকার অনলাইন সংস্করণের খবর, মায়ানমার-চিনের সীমান্তে দুর্ঘটনায় জখম হয়ে মৃত্যু হয়েছে মোস্ট ওয়ান্টেড বিচ্ছিন্নতাবাদী নেতা তথা উলফা (স্বাধীনতা) প্রধান পরেশ বড়ুয়ার৷

যদিও এই নেতার মৃত্যুর বিষয়ে তার সংগঠনের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ উত্তর পূর্বাঞ্চলের একাধিক সংবাদ মাধ্যম তাদের রিপোর্টে গোয়েন্দা সূত্র উদ্ধৃত করেছে৷

এদিকে পরেশ বড়ুয়ার মৃত্যু সংবাদ ঘিরে ভারতে চাঞ্চল্য ছড়িয়েছে৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মায়ানমার ও চীনের সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি পরেশ বড়ুয়া দুর্ঘটনার কবলে পড়েন৷ তারপর থেকেই গুরুতর অসুস্থ পরেশ বড়ুয়া৷ আলফা (স্বাধীনতা) সুপ্রিমো পরেশ বড়ুয়া দীর্ঘ সময় ধরেই চীনের রুইলি শহরে তার ঘাঁটি তৈরি করেছে৷ সেখান থেকে উত্তর মায়ানমারের কাচিন প্রদেশে জঙ্গি শিবির পরিচালনা করে৷

পরেশ বড়ুয়া অাসামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব৷ তার নেতৃত্বে তৈরি হয়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অাসাম বা উলফা৷ পরে এই সংগঠনের কিছু নেতা অস্ত্র নামিয়ে নিয়ে আলোচনাপন্থী হিসেবে চিহ্নিত হয়৷ আর পরেশ বড়ুয়া সশস্ত্র পথে অাসামকে ‘স্বাধীন’ করার ডাক দিয়ে নাশকতামূলক কাজ চালিয়ে যান৷

কলকাতা২৪

Print Friendly

Related Posts