এইতো বেশ আছি // কাজী জুবেরী মোস্তাক

নাগরিক কোলাহলের এই শহরে

খটখটে রোদ্দুর মাথার ওপরে ,

বিরামহীন তবু ছুটছি প্রান্তরে৷

 

বুকে স্বপ্ন আর চোখে নিয়ে জল

কষ্টের কষাঘাতেও রয়েছি সচল ,

জীবনযুদ্ধে রয়েছি অটল৷

 

ঘরে পড়ে আছে অনাহারী মুখ

তৃষ্ণায় ফাঁটছে মরুময় বুক ,

হাসিমুখে তবু চিকচিক চোখ৷

 

এশহরের ধূলোময় সড়ক জানে

কতো পথ ঘুরেছি ক্ষুধার্ত প্রাণে ,

এখানে ওখানে হায় কত খানে৷

 

যেটুকু বিদ্যা ছিল ভরা পেটে

সবি আজ বিবর্ণ ঘোর তামাটে ,

দাঁড়িয়ে বাধা যেন প্রতি ঘাটে ঘাটে ৷

 

এইতো মধ্যবিত্ত’র আজ প্রতিবেশ

রোদনে রোদনে ভাসে সুখের আবেশ ,

এইতো বেশ আছি- এইতো বেশ ৷

 

Print Friendly

Related Posts