একাদশ আইপিএলের প্রথম ম্যাচে যা দেখলাম

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ একাদশ আইপিএলের প্রথম ম্যাচে শুধু অধিনায়ক ধোনিকেই দেখলাম না, দেখলাম রোমাঞ্চকর ম্যাচও।

মুম্বইয়ের ১৬৫ রান তাড়া করতে নেমে একটা সময় চেন্নাইয়ের আট উইকেট পড়ে যায় ১১৮ রানে। ধরেই নিয়েছিলাম, প্রথম ম্যাচে হারতে হচ্ছে চেন্নাইকে। কিন্তু অবিশ্বাস্য একটা ইনিংস খেলে গেল ডোয়েন ব্র্যাভো। ৩০ বলে ৬৮। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার মারল তিনটে বাউন্ডারি, সাতটা ওভারবাউন্ডারি।

যশপ্রীত বুমরা-র করা ১৯তম ওভারে তিনটে ছয় মারল ব্র্যাভো। ওখানেই ম্যাচ ঘুরে যায়। কিন্তু ওই ওভারের শেষে ব্র্যাভো আউট হওয়ার পরে মনে হয়েছিল, চেন্নাই বুঝি পারবে না। কারণ ন’উইকেট পড়ে গিয়েছে। চোট পাওয়ায় আগে উঠে গিয়েছিল কেদার যাদব। শেষ ওভারে নেমে মুস্তাফিজুর রহমানের চতুর্থ বলে ছয় মেরে স্কোর সমান করে। পরের বলে উইনিং শট।

অধিনায়ক ধোনি শুরুটা করেছিল চমক দিয়ে। দীপক চাহারের মতো অনভিজ্ঞ বোলারকে দিয়ে বোলিং ওপেন করিয়ে। এভিন লুইস-কে আউট করা ছাড়াও রোহিতকে কিন্তু নড়াচড়া করতে দেয়নি রাজস্থানের এই পেসার। ব্যাটসম্যান ধোনি অবশ্য হতাশ করল। পাঁচ নম্বরে নেমেও কিছু করতে পারল না। পঞ্জাবের অনামী লেগস্পিনার, ময়ঙ্ক মারকণ্ডে-র গুগলিটাই বুঝতে পারল না ধোনি। প্রথম ম্যাচে মুম্বইয়ের ব্যাটিংকে টানল সূর্যকুমার যাদব এবং ঈশান কিসান। সঙ্গে ঝলক দেখাল পাণ্ড্য ভাইরা।

স্কোরকার্ড

মুম্বই ইন্ডিয়ান্স    ১৬৫-৪ (২০)

চেন্নাই সুপার কিংস   ১৬৯-৯ (১৯.৫)

 

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা ক রায়ুডু বো ওয়াটসন      ১৫

এভিন লিউইস এলবিডব্লিউ বো চাহার    ০

ঈশান কিসান ক উড বো তাহির          ৪০

সূর্যকুমার ক হরভজন বো ওয়াটসন      ৪৩

হার্দিক পাণ্ড্য ন.আ.                          ২২

ক্রুণাল পাণ্ড্য ন.আ.                          ৪১

অতিরিক্ত                                        ৪

মোট                              ১৬৫-৪ (২০)

পতন: ৭-১ (লিউইস, ২.১), ২০-২ (রোহিত, ৩.৫), ৯৮-৩ (সূর্যকুমার, ১২.৩), ১১৩-৪ (ঈশান, ১৪.৪)।

বোলিং: চাহার ৩-০-১৪-১, ওয়াটসন ৪-০-২৯-২, হরভজন ২-০-১৪-০ জাডেজা ১-০-৯-০, উড ৪-০-৪৯-০, তাহির ২-০-২৩-১, ব্রাভো ৪-০-২৫-০।

 

চেন্নাই সুপার কিংস

শেন ওয়াটসন ক লিউইস বো হার্দিক    ১৬

রায়ডু এলবিডব্লিউ বো মারকান্ডে       ২২

সুরেশ রায়না ক ক্রুণাল বো হার্দিক       ৪

কেদার যাদব ন.আ.                        ২৪

ধোনি এলবিডব্লিউ বো মারকান্ডে         ৫

জাডেজা ক যাদব বো মুস্তাফিজুর       ১২

ডোয়েন ব্রাভো ক রোহিত বো বুমরা   ৬৮

চাহার স্টা. ঈশান বো মারকান্ডে           ০

হরভজন ক বুমরা বো ম্যাকলেনাঘান    ৮

মার্ক উড ক মুস্তাফিজুর বো হার্দিক       ১

ইমরান তাহির ন.আ.                         ২

অতিরিক্ত                                       ৭

মোট                         ১৬৯-৯ (১৯.৯)

পতন: ২৭-১ (ওয়াটসন, ৩.৪), ৪২-২ (রায়না, ৫.৬), ৪২-৩ (রায়ডু, ৬.৩), ৫১-৪ (ধোনি, ৮.৩), ৭৫-৫ (জাডেজা, ১১.৬), ৮৪-৬ (চাহার, ১২.৬), ১০৫-৭ (হরভজন, ১৪.৫), ১৮৮-৮ (উড, ১৬.৩), ১৫৯-৯ (ব্রাভো, ১৮.৬)।

বোলিং: ম্যাকলেনাঘান ৪-০-৪৪-১ মুস্তাফিজুর ৩.৫-০-৩৯-১, বুমরা ৪-০-৩৭-১, হার্দিক ৪-০-২৪-৩, মারকান্ডে ৪-০-২৩-৩।

 

১ উইকেটে জয়ী চেন্নাই

ম্যাচের সেরা ডোয়েন ব্রাভো

 

আনন্দবাজারপত্রিকা

Print Friendly

Related Posts