এনজিও কর্মীর আত্মহত্যা, প্রেমিক ও তার পরিবারকে দায়ী করে বিক্ষোভ

রাসেল হোসেন, ধামরাই: ধামরাইয়ের নারী এনজিও কর্মী প্রিয়াঙ্কা পাল ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে আত্মহত্যার ঘটনায় প্রেমিক ও তার পরিবারকে দায়ী করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

সোমবার (২ জুলাই) দুপুরে ধামরাইয়ের পাঠানটোলা থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এসময় নিহতরে পরিবার ও এলাকাবাসী, প্রেমিক তন্ময় ও তার পরিবারের শাস্তি দাবী জানান।

উল্লেখ্য, গতকাল ধামরাইয়ের কালামাপুরে বেসরকারি সংস্থা সজাগের ৬ষ্ঠ তলা থেকে প্রিয়াঙ্কা পালের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ফেসবুকে মৃত্যু কারণ হিসেবে প্রেমিক ও তার পরিবারকে দায়ী করে স্ট্যাস্টাস দেন প্রিয়াংকা । দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ও বিয়ের কথা ঠিক থাকলেও হঠাৎ করে মেনে নিতে অস্বীকার করেন তন্ময় ও তার পরিবার। পরে প্রিয়াঙ্কার বাবা প্রহলাদ চন্দ্র পাল বাদী হয়ে প্রেমিক তন্ময় ও তার পরিবারকে আসামী করে আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করেন।

Print Friendly

Related Posts