এবার বাটলারের বিধ্বংসী রূপ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফে লডা়ই জমিয়ে দিল রাজস্থান রয়্যালস৷ ঘরের মাঠে ১৭৭ রান তাড়া করতে নেমে শেষ ওভারে এক বল বাকি থাকতে থ্রিলার ম্যাচ জিতল রাহানের দল৷

গতকাল জস বাটলারের ঝড়ো ব্যাটে ভর করে এমএস ধোনির দলকে ৪ উইকেটে হারায় আজিঙ্কে রাহানের দল।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজস্থান। তবে অপর প্রান্ত আগলে দলকে কক্ষপথে রাখেন বাটলার। শেষ ওভারে ১২ রানের হিসাবটা এক বল হাতে রেখেই মিলিয়ে নিয়ে ইংলিশ ওপেনার অপরাজিত থাকেন ৬০ বলে ১১টি চার ও ২ ছক্কায় ৯৫ রান করে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান (১৭ বলে) করেন স্টুয়ার্ট বিনি।

এর আগে জয়পুরে টপঅর্ডারদের দৃড়তায় নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। দীর্ঘ সময় ক্রিজে থেকেও কেউই তেমন ঝড় তুলতে না পারায় সংগ্রহটা মাঝারিমানেই থেকে যায়। ৩৫ বলে সর্বোচ্চ ৫২ রান করেন সুরেশ রাইনা। এছাড়া শেন ওয়াটসন (৩১ বলে ৩৯) ও এমএস ধোনির (২৩ বলে ৩৩) ব্যাট থেকে আসে দুটি ত্রিশোর্ধো ইনিংস।

১১ ম্যাচে পাঁচ জয়ে পয়েন্ট তালিকার ছয়েই রইল রাজস্থান। সমান ম্যাচে সাত জয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে চেন্নাই।

Print Friendly

Related Posts