এশিয়া কাপের আসরে নজরে থাকবে যে পাঁচ ব্যাটসম্যান৷

শনিবার থেকে আরব আমিরাতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর৷ আর ভারতের প্রথম ম্যাচ মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর৷ হংকংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে কোহলিহীন রোহিতের ভারতীয় দল৷ একনজরে এবার দেখে নেওয়া যাক এশিয়া কাপের আসরে নজরে থাকবে যে পাঁচ ব্যাটসম্যান৷ ভারতীয় মিডিয়ার খবর।

রোহিত শর্মা (ভারত)– ইংল্যান্ড সফরে সীমিত ওভারের ক্রিকেটে সেখানে শেষ করেছিলেন এশিয়া কাপে সেখান থেকেই শুরু করতে চাইবেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা৷ শেষবার ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে শতরান হাঁকিয়েছেন রোহিত৷ তার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতেও রোহিতের ব্যাটে ওয়ান ডে’তে শতরান রয়েছে৷ ফলে এশিয়া কাপে নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ব্যাটসম্যান হিসেবেও ধামাকা দেখাতে চাইবেন ‘হিটম্যান’৷ বিরাটের অনুস্থতিতে রোহিত কেমন পারফর্ম্যান্স করেন সেদিকেই তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট ভক্তরা৷

শেষ পাঁচ ম্যাচে রোহিতের স্কোর- ১১৫, ১৪, ১৩৭*,১৫,২৷

সাকিব আল হাসান (বাংলাদেশ)- অল-রাউন্ডার সাকিব এশিয়া কাপের অন্যতম সেরা আকর্ষণ৷ শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন সাকিব৷ ২০১৯ ইংল্যান্ডের মাটিকে হতে চলা বিশ্বকাপকে মাথায় রেখে এশিয়া কাপে নিজের প্রস্তুতি সেরে নিতে চাইবে বাংলাদেশ৷ সেই প্রস্তুতিতে সাকিব অবশ্যই বড় স্তম্ভ হতে চলেছেন বাঁ-হাতি এই অল-রাউন্ডার৷

সাকিবের শেষ পাঁচ ব্যাটিং ইনিংস- ৫১,৮,৯৭,৫৬,৩৭৷

নিরোসান ডিকওয়েলা(শ্রীলঙ্কা)- দস্তানা হাতে উইকেটরক্ষণের পাশাপাশি ব্যাটসম্যান হিসেবেও যেকোনও বোলিং আক্রমণের সামনে বিপদজনক হয়ে উঠতে পারেন শ্রীলঙ্কান ক্রিকেটার নিরোসান ডিকওয়েলা৷

শেষ পাঁচ ম্যাচে ডিকওয়েলার রান- ২,৬৯,১০,৩৪,৪৩৷

ইমাম উল হক (পাকিস্তান)-পাকিস্তান দলের অন্যতম উঠতি তারা ধরা হচ্ছে ইমাম-উলকে৷ এশিয়া কাপের মঞ্চ দুবাইতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে শতরান হাঁকান ইমাম৷ চেনা পরিবেশে টুর্নামেন্টে অন্য দলগুলির বোলিংয়ের ঘুম কেড়ে নিতে পারেন এই বাঁ-হাতি৷

শেষ পাঁচ ম্যাচে ইমামের ব্যাটে রান- ১২৮,৪৪,০,১১৩,১১০

ফাখর জামান (পাকিস্তান)- পাকিস্তানের আরও এক ক্রিকেটারের প্রতি নজর থাকবে এশিয়া কাপে৷ শেষবার বাঁ-হাতি এই ওপেনারের কাছেই হারতে হয়েছিল কোহলিদের৷ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একা হাতে ভারতীয় ব্যাটিংকে দুরমুশ করে ১১৪ রানের হাঁকিয়েছিলেন ফাকহার৷ ব্যাট হাতে সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে রয়েছেন পাক ওপেনার৷ জুলাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ২০০ রান হাঁকিয়েছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান৷

শেষ পাঁচ ম্যাচে ফাখরের ব্যাটে রান- ৬০,১১৭*,৪৩*,২১০*৮৫

কলকাতা২৪

Print Friendly

Related Posts