এশিয়ান টিভি’র চেয়ারম্যান আলহাজ মোঃ হারুন-উর-রশীদ পুনরায় সিআইপি নির্বাচিত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভি তথা এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোঃ হারুন-উর-রশীদ ১৭ তম বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালে দেশের রপ্তানী বানিজ্যে অনন্য অবদান রাখায় বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানী উন্নয়ন ব্যুরো তাকে এ স্বীকৃতি দিয়েছে।

আলহাজ মোঃ হারুন-উর-রশীদ ১৯৯৮ সাল থেকে ধারাবাহিকভাবে সিআইপি কার্ড পেয়ে আসছেন। এছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একাধারে ১৪ বার শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন। একই সাথে তিনি এফবিসিসিআই-এর ৬ বার পরিচালক ছিলেন। বিগত দিনে তিনি এফবিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দেশে ও বিদেশে অসংখ্য সম্মাননা অর্জন করেন।

গত সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ২০১৫ সালের নির্বাচিত সিআইপিদের হাতে সিআইপি (রপ্তানী) কার্ড তুলে দেন।

এ সময় বাণিজ্য সচিব শুভাশীষ বসু, এফবিসিসিআই এর সভাপতি আলহাজ সফিউল ইসলাম মহিউদ্দীন, ইপিভি এর ভিসি বিজয় ভট্টাচার্য প্রমূখ উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts