ওয়ানডে ম্যাচে ৪৮১ রানের বিশ্বরেকর্ড

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বেয়ারস্টো এবং হ্যালসের ব্যাটে অজিদের বিরুদ্ধে ৪৮১ রানের বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড৷ এর আগেও ওয়ানডে-র সর্বোচ্চ স্কোরার ছিল ইংরেজবাহিনী৷ দু’বছর আগে এই টেন্টব্রীজের মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে ৪৪৪ রানের বিশ্বরেকর্ড গড়েছিল ইংরেজ ক্রিকেটাররা৷ চলতি অজি-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের থার্ড ম্যাচে জ্যাসন রয়, জনি বেয়ারস্টো জুটি এবং ওয়ান ডাউনে ব্যাট করতে নামা অ্যালেক্স হ্যালসের ব্যাটে ভর করে এই রানের পাহাড়ে পৌঁছেছে ইংল্যান্ড৷

বেয়ারেস্টো এবং হ্যালস দুজনেই ৯২ বল খেলে যথাক্রমে ১৩৯ এবং ১৪৭ রান করেন৷ ৬১ বলে ৮২ রান করে প্যাভিলিয়নে ফেরেন জ্যাসন রয়৷ ৩০ বলে ৬৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যানও৷  ২৭ বল বাকি থাকতেই ৪৫০ রানের স্কোর স্পর্শ করে ইংল্যান্ড৷ শেষপর্যন্ত ৫০ ওভারে অজিদের সামনে ৪৮২ রানের লক্ষ্যমাত্রা রাখে ইয়ন মর্গ্যানের দল৷

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটির তৃতীয় ম্যাচে ইংরেজদের শুরুটা ছিল সাধারণ৷ প্রথম ৫০ রান এসেছিল ৪৬ বলে৷ কিন্তু ক্রিজ সেট হওয়ার পর দু’ই ব্যাটসম্যান ভয়ঙ্কর হয়ে ওঠেন৷ সাতটি ৪ এবং চারটি ৬-এর সাহায্যে ৬১ বলে ৮২ রান করে রান আউট হন ওপেনার জ্যাসন রয়৷ বেয়ারস্টোর এবং রয়ের ওপেনিং জুটিতে ১১৭ বলে ১৫৯ রান আসে৷ ৬৯ বলেই সেঞ্চুরি স্পর্শ করেন বেয়ারস্টোর৷ গত ছয় ওয়ানডেতে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি৷ রয়-বেয়ারস্টো জুটির কাছে ওপেনিংয়ের জায়গা হারানো হেলস সেঞ্চুরি করেন ৬২ বলে৷ ওয়ানডেতে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি৷ ২১ বলে অর্ধশত রান করে রেকর্ড গড়েন ইংল্যান্ড অধিনায়ক৷ শেষ পর্যন্ত ৩০ বলে ৬৭ রান করেন মর্গ্যান৷

জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় ২৩৯ রানে। ২৪২ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড। বল হাতে লেগ স্পিনার আদিল রশিদ ৪৭ রানে নেন ৪ উইকেট। ৩টি উইকেট নেন আরেক স্পিনার মঈন আলী। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেন টিম হেড। ৪৪ রান আসে স্টয়েনিসের ব্যাট থেকে।

বিশাল জয়ে সিরিজও জিতে নিয়েছে তারা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা।

Print Friendly

Related Posts