কবি আল মাহমুদের জন্মদিন পালিত

১১ জুলাইকে বাংলা কবিতা দিবস হিসেবে পালনের আহ্বান

বাংলা কবিতায় কালজয়ী নির্মাতা কবি আল মাহমুদের ৮৩তম জন্মদিনে বক্তারা কবির জন্মদিন ১১ জুলাইকে বাংলা কবিতা দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়েছেন। তারা একই সাথে মুক্তিযুদ্ধের এ কন্ঠসৈনিককে স্বাধীনতা পদক প্রদানেরও দাবি জানিয়েছেন।

ফুলেল শুভেচ্ছা আর উষ্ণ ভালাবাসার মধ্যদিয়ে উৎযাপিত দেশবরেণ্য কবি আল মাহমুদের জন্মদিনে সকালেই কবির বাসভবন গোমতি আয়েশাতে প্রথমেই কবিকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান ‘কবি এবং কবিতা’র সম্পাদক কবি শাহীন রেজা।

এসময় উপস্থিত ছিলেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি জাকির আবু জাফর, কবি ফরিদ ভূইয়া, কবি আবিদ আজম, কবি তৌফিক তপু প্রমুখ।এরপর রেডিও টুডে, অন্যধারা, হৃদয় মিডিয়াভিশন, বৈচিত্র পরিবার, বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক ফাউন্ডেশন, সাংস্কৃতিক কেন্দ্র, কবিতা মঞ্চ,অন্যরকম অন্যভূবন প্রভূতি সংগঠনের পক্ষ থেকে কবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলের শুভেচ্ছা শেষে মোড়ক উন্মোচণ করা হয় কবির একক সাক্ষাৎকার সম্বলিত ‘ কালজয়ী কবিতার দ্রষ্টা আল মাহমুদ’ গ্রন্থের।

আল মাহমুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি আবিদ আজমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি শাহীন রেজা, কবি সোলায়মান আহসান, কবি ফেরদৌস সালাম, কবি জাকির আবু জাফর, কবি ফজলুল হক তুহিন, কবি ফরিদ ভূইয়া, কবি মাহমুদুল হাসান নিজামী, আর জে টুটুল, সাকিরা পারভীন সোমা, নূরুল আবছার, আলাউদ্দিন আদর, শিল্পী লিটন চৌধুরী, মোস্তফা কামাল মাহাদি, মেহরাজ মিঠু প্রমুখ।

Print Friendly

Related Posts