কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল, মাঠে মেয়ে কুঁড়ি সিদ্দিকী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতি) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে ঋণখেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর দুটি মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে।

তবে কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হলেও টাঙ্গাইল-৮ আসনে তার মেয়ে কুঁড়ি সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন বাতিলের পর জেলা রিটার্নিং অফিসারের কক্ষ থেকে বের হয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাকে মনে হয় ইলেকশন করতে দেওয়া হবে না। এ জন্য আমি খুশি। প্রতিদ্বন্দ্বী সর্বোচ্চ চেষ্টা করবে বলে এটাই আমি আশা করছি।’

কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘যদি আমার দেশপ্রেম সত্য হয়, আমি সারাজীবন আল্লাহ ও রাসুলের ওপর যে বিশ্বাস করে এসেছি, সে বিশ্বাস যদি বিন্দু মাত্র সত্য হয় তাহলে ১৯ থেকে ২০টির বেশি সিট পাবে না বর্তমান সরকার।’

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি ইলেকশন কমিশনে আপিল করব। আমরা যখন ইলেকশন কমিশনে গিয়েছিলাম, তখন তারা বলেছিলেন ইলেকশন কমিশন কখনো কোর্টে বাদি হবেন না। আমি এটিই দেখবার জন্যই ইলেকশন কমিশনে যাব।’

এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে জেলা কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts