কুকের সেরা একাদশে কোনও ভারতীয় নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ওভালে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাট-প্যাড চিরতরে তুলে রাখবেন অ্যালেস্টার কুক৷ কেরিয়ারের শেষ টেস্টের আগে নিজের পছন্দের সর্কালের সেরা টেস্ট একাদশ বেছে নিলেন দীর্ঘতম ফর্ম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্রিটিশ তারকা৷

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের তালিকায় কোনও ভারতীয় ক্রিকেটারের নাম না থাক, কুক হিসাবের বাইরে রেখেছেন একদা নিজের সতীর্থ কেভিন পিটারসেনকেও৷

কুক নিজের পছন্দের টেস্ট দল গড়েছেন তাঁদের নিয়েই, কোনও না কোনও সময় যাঁদের সঙ্গে অথবা বিপক্ষে তিনি খেলেছেন৷ একমাত্র ব্যতিক্রম তাঁর মেন্টর তথা ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান গ্রাহাম গুচ৷

গুচকে শুধু দলেই রাখেননি কুক, তাঁকে নিজের পছন্দের দলের ক্যাপ্টেনও বানিয়েছেন তিনি৷ পাশাপাশি অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেনর সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করার দায়ভারও দিয়েছেন প্রাক্তন ব্রিটিশ তারকার কাঁধে৷ কুকের স্বপ্নের একাদশে রয়েছেম মাত্র দু’জন ব্রিটিশ ক্রিকেটার৷ চারজন অজিকে তিনি পছন্দের দলে রেখেছেন৷

গুচ ছাড়াও দলে অপর ব্রিটিশ ক্রিকেটার হলেন পেসার জেমস অ্যান্ডারসন৷ হেডেন ছাড়া অপর তিনজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলেন রিকি পন্টিং, শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা৷ দু’জন উইকেটকিপারের একজন হলেন কুমার সাঙ্গাকারা৷ অপর জন এবি ডি’ভিলিয়ার্স৷ অলরাউন্ডারের ভূমিকায় রেখেছেন প্রোটিয়া তারকা জ্যাক কালিসকে৷ ওয়ার্নের সঙ্গে দ্বিতীয় স্পিনার হলেন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরণ৷

তিন নম্বরে ব্যাট করার জন্য ক্যারিবিয়ান ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারাকে বেছে নিয়েছেন কুক৷ যদিও মিডল অর্ডারে য কোনও জায়গাতেই প্রত্যেকে ব্যাট করতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি৷ কুক এটাও জানিয়েছেন যে, এই মিডল অর্ডারের ব্যাটিং দেখার জন্য যথ খুশি টাকা খরচ করতে রাজি তিনি৷

নির্বাচিত সদস্যদের সমীহ করলেও আন্তর্জাতিক ক্রিকেটমহল সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়কে ছাড়া সর্বকালীন সেরা টেস্ট দল মন থেকে মেনে নিতে পারছে না৷ অবশ্য গাভাসকরের বিপক্ষে খেলেননি বলে কুক তাঁর নাম বিবেচিত না করায় বিস্ময়ের কিছু নেই৷

কুকের পছন্দের টেস্ট একাদশ: গ্রাহাম গুচ (ক্যাপ্টেন), ম্যাথিউ হেডেন, ব্রায়ান লারা, রিকি পন্টিং, এবি ডি’ভিলিয়ার্স (উইকেটকিপার), কুমার সাঙ্গাকারা (উইকেটকিপার), জ্যাক কালিস, মুথাইয়া মুরলিধরণ, শেন ওয়ার্ন, জেমস অ্যান্ডারসন ও গ্লেন ম্যাকগ্রা৷

Print Friendly

Related Posts