কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের জেলা কুড়িগ্রামে হাড়ভাঙা শীত পড়ছে। শনিবার সকালে সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.২ ডিগ্রি সেলসিয়াস।

জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার এ খবর জানিয়েছেন। তিনি বলেন, রীতিমত শৈত্যপ্রবাহ বইছে। এ অবস্থা আরও কদিন থাকার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন কুড়িগ্রাম জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। বিকেল থেকে দুপুর পর্যন্ত বেশীরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকছে ৯ উপজেলা নিয়ে গঠিত জেলা কুড়িগ্রাম।

শীতের প্রকট এতোই যে সূর্য ডোবার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যান চলাচল করছে।

শীত নিবারণে এ জেলার মানুষজন কোথাও কোথাও খড়কুটো জ্বালিয়ে গরম পরিবেশ আনার চেষ্টা করছেন। গরম কাপড়ের অভাবে কষ্টে ভুগছেন শিশুবৃদ্ধসহ ছিন্নমূল মানুষ। প্রচণ্ড শীতের কারণে এসব অঞ্চলে হতদরিদ্র মানুষের দুর্ভোগ আরও চরমে।

প্রচণ্ড ঠাণ্ডায় কাজ করতে পারছেন না শ্রমজীবী মানুষ। বিশেষ করে নির্মাণ ও কৃষি শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে।

Print Friendly

Related Posts