ক্ষমতার দাপট দেখল সার্জেন্ট (ভিডিও)

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম সড়কের উপর পার্কিং করে রাখা প্রাইভেটকার সরিয়ে নিতে বলায় ট্রাফিক পুলিশকে হাইকোর্ট দেখালেন ঘানিভাঙা রেখা সরিষা তেলের মালিক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী। তবে ব্যস্ততম সেই সড়ক থেকে কার সরিয়ে না নিয়ে ওই কারের উপর থাপড়িয়ে নিজের ক্ষমতার কথা জানান দেন তিনি। আর সে সময় দৃশ্যটি ভিডিও ধারণ করে কোনো এক পথচারী ছেড়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেই ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথে শুরু হয়েছে সমালোচনার ঝড়!

ভিডিওতে দেখা যায়, সড়কের উপর কার পার্কিং করে রাখার কারণ জানতে চান দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এ সময় তিনি মামলা দেয়ার জন্য এগিয়ে যান। এ সময় দায়িত্বরত ট্রাফিক সাজেন্টকে ধমক দিয়ে ক্ষিপ্ত কণ্ঠে রেখা আলম বলেন, নারীদের সম্মান দিতে জানেন না। সম্মান দিয়ে দেখে-শুনে কথা বলবেন, জানেন আমি কে? আমি প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী।

ওই সময় পাশ থেকে একজন পথচারী জানান, এটা আ. জ. ম নাসিরের গাড়ি। আর কারের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাফিক সার্জেন্ট জিজ্ঞেস করেন, আপনি কে? পরিচয় দিন। আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না। ব্যস্ততম সড়কে গাড়ি পার্কিং করলেন কেন? জনপ্রতিনিধিরা তো জনগণের ভোগান্তি সৃষ্টি করে না। সে সময়েও রেখা আলমকে উচ্চস্বরে বলতে শোনা যায়— গিয়ে বলুন, প্যানেল মেয়র রেখা আলম চৌধুরীর গাড়ি।

ততক্ষণে ট্রাফিক পুলিশের সেই সার্জেন্ট বলেন— আমরা কি করতাম, রাস্তার মাঝে গাড়ি রাখবেন। আবার সরিয়ে নিতে বললে চটে যাবেন।

সার্জেন্ট বলেন— না ম্যাডাম! সব দোষ আমার, কারণ আমি ইউনিফর্ম পরেছি!

এ সময় অপর এক পথচারী জানতে চান রাস্তার উপর গাড়ি রেখে যানজট সৃষ্টি করেছেন কেন? তার উপর ক্ষিপ্ত হয়ে রেখা আলমকে বলতে শোনা যায়— আপনি কে! কেন বলবো আপনাকে।

পরে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নগরীর অন্যতম সড়ক রিয়াজুদ্দীন বাজারের মধুবনের সামনে রাস্তায় প্রাইভেটকার পার্কিং করে রেখেছেন কেউ একজন। আর তার সেই কারের কারণে পুরো সড়কের দুই দিকে তীব্র জ্যাম সৃষ্টি হয়ে শত শত যানবাহন আটকা পড়ে। সেই জ্যাম নগরীর রিয়াজুদ্দীন বাজার থেকে নিউমার্কেট মোড় এবং অপরদিকে লাভলেইন মোড়ে গিয়ে ঠেকে। সেসময় জ্যামের কারণ খোঁজ করতে গিয়ে সড়কের উপর পার্কিং করে রাখা সেই কারটি পান। দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট কাছে গিয়ে সেটি সরিয়ে নিতে বলতেই চটে যান সেই কারের পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা। নিজের ক্ষমতার দাপট দেখানোর পাশাপাশি অনেক খারাপ ব্যবহার করতে থাকেন ট্রাফিক সার্জেন্টের সাথে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান অধ্যাপিকা রেখা আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপিকা বলে জানা গেছে। বাংলাদেশ জাতীয় শ্রমিক কর্মচারী পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতিও তিনি।

Print Friendly

Related Posts