খালেদার চিকিৎসায় বিদেশে নিতে হলে সহায়তা করবে সরকার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে সুচিকিৎসার ব্যবস্থা থাকলেও চিকিৎসকরা প্রয়োজন মনে করলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। খালেদা জিয়ার সাথে সরকার কোন অমানবিক আচরণ করবে না বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠক করেন দলের সম্পাদকমণ্ডলীর সদস্যরা। এতে সাম্পতিক রাজনৈতিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি কার্যনির্বাহী কমিটির শনিবারের বৈঠকের জন্য কিছু সুপারিশের সিদ্ধান্ত নেয়া হয়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন ছাড়াও ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও অন্তর্কলহে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার সাথে সরকার অমানবিক আচরণ করবে না তার সুচিকিৎসায় অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সরকার খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চায় এমন গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন ওবায়দুল কাদের।

Print Friendly

Related Posts