গার্ডিয়ান লাইফ বাংলাদেশে প্রথম নিয়ে এলো অনলাইন লাইফ ইন্স্যুরেন্স

গত ২৪ সেপ্টেম্বর এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে ডিজিটাল অনলাইন টার্ম লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান ‘ইজিলাইফ’ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরের উন্নয়নে ইন্স্যুরেন্স কোম্পানীগুলো অকান্ত পরিশ্রম করে যাচ্ছে। গার্ডিয়ান লাইফের মতো কিছু প্রগতিশীল কোম্পানির উদ্ভাবনী ধারাবাহিকতা আমাদের আশা জাগায়। বর্তমান এবং ভবিষ্যত বীমা গ্রাহকদের জন্য ইজিলাইফ একটি অত্যন্ত আকর্ষণীয় ও যুগোপযোগী ইন্স্যুরেন্স সেবা।’

অনুষ্ঠানের গেস্ট অব অনার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশে যে ডিজিটাল বিপ্লব শুরু হয়েছে আজকের গার্ডিয়ান লাইফের মাধ্যমে তার ছোয়া ইন্স্যুরেন্স সেক্টরও পেল। প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের অত্যন্ত সহজ ও কার্যকরী ইন্স্যুরেন্স সেবা প্রদানের এমন সুন্দর উদ্যোগ নেয়ার জন্য আমি গার্ডিয়ান লাইফকে আন্তরিক অভিনন্দন জানাই।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি আইডিআরএ-এর চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘ইন্স্যুরেন্স সেবার উন্নয়ন এবং ইন্স্যুরেন্স শিল্পে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগে আইডিআরএ সর্বদা সচেষ্ট। গার্ডিয়ান লাইফের এই উদ্যোগটির সাথে শুরু থেকেই আমরা জড়িত এবং বাংলাদেশে ইন্স্যুরেন্স শিল্পে এই ধরণের সেবা এটাই প্রথম। এই সেবাটির সফলতার জন্য আমি সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

অনুষ্ঠানের সভাপতি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, ‘প্রযুক্তির সঠিক ব্যবহার যেমনি ব্যবসায়ে গতি সঞ্চার করে তেমনি তা গ্রাহকদের দ্রুত ও সহজে সেবা প্রাপ্তিও নিশ্চিত করে। গার্ডিয়ান লাইফের স্পন্সরগণ ইন্স্যুরেন্স শিল্পে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট। তাছাড়াও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণে এবং সর্বাধুনিক ইন্স্যুরেন্স সেবা প্রদানে আমরা সকল স্পন্সর অত্যন্ত সচেতন।’

গার্ডিয়ান লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম বলেন, ‘উদ্ভাবনী সেবা ও নতুন ধারার কাস্টমার অভিজ্ঞতা প্রদানে গার্ডিয়ান লাইফ সর্বদা সচেষ্ট এবং ইজিলাইফ তারই একটি প্রতিফলন। তাছাড়া গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে গার্ডিয়ান লাইফ গবেষণা করছে এবং ভবিষ্যতে আরো আধুনিক ইন্স্যুরেন্স সেবা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের কাছে পৌছানোর পরিকল্পনা করছে।’

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশে প্রথম ডিজিটাল ইন্স্যুরেন্স সেবার পরিপূর্ণ সুবিধা নিয়ে ডিজিটাল ইন্স্যুারেন্স প্ল্যান ‘ইজিলাইফ’ উদ্ভোধন করেছে। খুব সহজে অল্প সময়ে কাস্টমারদের আজ এবং আগামীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিয়ে এলো দেশের প্রথম ডিজিটাল হাই ভ্যালু লো কস্ট টার্ম লাইফ ইন্স্যুরেন্স “ইজিলাইফ”।

বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের ধারাবাহিকতায় ইন্স্যুরেন্স সেক্টরে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া লাগাতে গার্ডিয়ান লাইফ বদ্ধপরিকর। এই প্রেক্ষিতে, গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে অত্যন্ত আধুনিক এবং নতুন প্রযুক্তির ইন্স্যুরেন্স সেবা “ইজিলাইফ” । দিন কিংবা রাতের যে কোন সময় মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে মাত্র ১৫ মিনিটেই কোন রকম মেডিকেল টেস্টের ঝামেলা ছাড়াই একজন কাস্টমার হতে পারেন ইজিলাইফ পলিসিহোল্ডার। এর মাধ্যমে বার্ষিক সর্বনিম্ন ১৮৩৪ টাকায় সর্বোচ্চ ১০ লক্ষ টাকার কাভারেজ পাওয়া যাবে। সম্পূর্ণ দেশীয় মানব সম্পদ ব্যবহার করে অত্যন্ত আধুনিক এই বীমা সেবাটির উন্নয়নে গার্ডিয়ান লাইফের অভ্যন্তরীন গবেষণা টিম, আইটি টিম এবং এসএসএল ওয়্যারলেসের একটি টিম সমন্বিতভাবে কাজ করেছে।

উল্লেখ্য, ইতিমধ্যে গার্ডিয়ান লাইফ তার উদ্ভাবনী পণ্য ও সেবার জন্য ইন্স্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ড ২০১৭ ও এর ধারাবাহিকতায় ডিজিটাল ইন্স্যুরেন্স সেবা ও ইন্স্যুরেন্স ব্যবসায়ে সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিন ক্যাটাগরীতে ইন্স্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন করেছে।

ইজিলাইফ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের স্পন্সর  সৈয়দ আফজাল হাসান উদ্দিন, সামীর আহমেদ, সৈয়দ নাসিম মঞ্জুর এবং পরিচালক সৈয়দ আকতার হাসান উদ্দিন। সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা সহ গার্ডিয়ান লাইফের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম সাজ্জাদুল করিম, হেড অব মাইক্রোইন্স্যুরেন্স; মাহমুদুর রহমান খান, হেড অব রিটেইল; আজিমুল হক, হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স; তাহসিনুর রহিম; হেড অব ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স; শামীম আহমেদ, চিফ অপারেটিং অফিসার এবং রুবায়াৎ সালেহীন, হেড অব মার্কেটিং এন্ড কমিউনিকেশন।

বিডিমেট্রোনিউজ/জ.ই. বুলবুল

Print Friendly

Related Posts