গুগলের ডুডল পেজে স্বাধীনতা দিবস

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আগের বছরগুলোর মতো, বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবসে তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শনের মাধ্যমে দিবসটি উদযাপন করছে। বাংলাদেশের জনগণকে উৎসর্গ করা গুগলের এই ডুডলে, বাংলাদেশের মাটিতে লাল-সবুজের গর্বের পতাকা পত পত করে ওড়ার দৃশ্য তুলে ধরা হয়েছে।

গুগল তাদের বিশেষ ডুডল পেজে বলেছে, ৪৭ বছর আগে আজকের এইদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যদিয়ে বাংলাদেশের জন্ম হয়।

মার্কিন বহুজাতিক এ কোম্পানি আরো বলেছে, আজ বাংলাদেশের মানুষ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করবে। ডুডলের অভ্যর্থনা বার্তায় ‘শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ’ লেখা রয়েছে। গুগল প্রথমবার ২০১৩ সালে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে একটি বিশেষ ডুডল পোস্ট করেছিল।

এ ছাড়া গুগল বেগম রোকেয়া দিবস এবং বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিনসহ বাংলাদেশের আরো কিছু দিবস উপলক্ষে বিশেষ ডুডল পোস্ট করে।

Print Friendly

Related Posts