গেইলকে টুপি পরালেন নারিন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইডেনে ‘গেইল ঝড়’! ক্রিকেটের নন্দনকানন ফের সাক্ষী থাকল ‘ক্যারিবিয়ান দৈত্যে’র বিধ্বংসী ব্যাটিংয়ের৷কিং খানের নাইটদের হারিয়ে একাদশ আইপিএলে প্রথমবার লিগ টেবলে শীর্ষে চলে গেল প্রীতি জিন্টার কিংস৷ শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারায় কিংস ইলেভেন পাঞ্জাব৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কেকোআর-কে ৯ উইকেট হারায় কিংস ইলেভেন৷ ১৯২ রান তাড়া করে প্রথম ৮ ওভারেই কোনও উইকেট না-হারিয়ে ৯৬ রান তোলে কিংস৷

শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও ক্রিস গেইল৷ ক্যারিবিয়ান দৈত্যের থেকে অবশ্য বেশি আক্রমণাত্মক ছিলেন রাহুল৷ ৮.২ ওভারের পর বৃষ্টির জন্য প্রায় ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকে৷ বৃষ্টি থামার পর যখন ফের খেলা শুরু হয়, তখন কিংসের সামনে টার্গেট কমে হয় ১৩ ওভারে ১২৫ রান৷ অর্থাৎ জয়ের জন্য কিংসদের দরকার ছিল ২৮ বলে ২৯ রান৷ হাতে ১০ উইকেট৷ সুতরাং জয় দরজায় কড়া নাড়ছিল প্রীতির দলের৷

নারিনকে ছক্কা মেরে বৃষ্টির পর খেলা শুরু করেন গেইল৷ ফলে জয়ের আরও কাছাকাছি পৌঁছে যায় কিংস ইলেভেন৷ বেশি আক্রমণাত্মক হতে গিয়ে অবশ্য উইকেট ছুঁড়ে দিয়ে আসেন রাহুল৷ নারিনের শিকার ডানহাতি ওপেনার৷ ২৭ বলে দু’টি ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারি-সহ ৬০ রান করে ডাগ-আউটে ফেরেন রাহুল৷ কিন্তু ১২তম ওভারের প্রথম বল টম কারেনকে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন গেইল৷ ৩৮ বলে ছয় ছক্কা ও পাঁচটি বাউন্ডারি-সহ ৬৩ রানে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান বাঁ-হাতি৷

সেই সঙ্গে টুর্নামেন্টে সর্বাধিক ২২৩ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ মাথায় ওঠে গেইলের৷ তাঁর মাথায় অরেঞ্জ ক্যাপ পরিয়ে দেন আর এক ক্যারিবিয়ান নাইট স্পিনার সুনীল নারিন৷ যিনি এদিন সর্বাধিক উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’ পরেন৷ প্রথম দু’টি ম্যাচ ডাগ-আউটে বসে থাকলেও পরের তিন ম্যাচে যথাক্রমে ৬৩, ১০৪* ও ৬৩* রানের ইনিংস খেলেন প্রীতির দলের এই টার্ম্প কার্ড৷ জানুয়ারিতে একাদশ আইপিএল নিলামে দু-দুবার অবিক্রিত থাকার পর গেইলকে কিনেছিল প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি৷

Print Friendly

Related Posts