গেইলের সঙ্গে ব্যাট করতে নামা গর্বের বিষয় : লোকেশ রাহুল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ একাদশ আইপিএলে দু’জনের যাত্রাপথ কার্যত একই দিকে ধাবিত হয়েছে৷ রিটেন করা তো দূরের কথা, নিলামে দুই তারকার দিক থেকেই মুখ ফিরিয়ে থেকেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ আরসিবির দুই প্রাক্তনকেই এবার দলে নেয় কিংস ইলেভেন পঞ্জাব৷ দল বদলেও লোকেশ রাহুল ও ক্রিস গেইলের ওপেনিং জুটি তাই অটুট থেকেছে আইপিএলে৷

বোঝাপড়ার অভাব নেই৷ নতুন দলের হয়ে চেনা ছন্দে ইনিংসের গোড়াপত্তন করতে বিন্দুমাত্র আসুবিধা হচ্ছে না গইল-রাহুলের৷ নিজেদের জুটির রসায়ন বর্ণনা করতে গিয়ে লোকেশ রাহুল বলেন, ক্রিস গেইলই তাঁর জীবন সহজ করে দিয়েছে৷ কারণ, ব্যাট করার সময় বোলারদের মনোসংযোগ থাকে ক্যারিবিয়ান দৈত্যের দিকে৷ তিনি সময় পেয়ে যান নিজের মতো করে ইনিংস গড়ে তোলার৷ সঙ্গে রাহুল এও জানান যে, ধ্বংসাত্মক গেইলের কাছ থেকে প্রতিনিয়ত শেখার চেষ্টা করেন৷

লোকেশ বলেন, ‘গেইল অত্যন্ত মনোরঞ্জক ব্যক্তিত্ব৷ সব সময় মুখে চওড়া হাসি নিয়ে খেলতে নামে৷ বিশ্বের সব থেকে বিধ্বংসী টি-২০ ওপেনার ও৷ গেইলের সঙ্গে ব্যাট করতে নামা গর্বের বিষয়৷ ক্রিজের অপর প্রান্তে ওর উপস্থিতি আমার কাজ অনেক সহজ করে দিয়েছে৷’

কারণ হিসাবে রাহুল জানান, ‘বিপক্ষ বোলারদের যাবতীয় পরিকল্পনা থাকে গেইলকে নিয়েই৷ ওর দিকে বোলারদের মনোসংযোগ থাকায় আমার উপর চাপ কম থাকে৷ আমি সময় নিয়ে নিজের ইনিংস গড়ার সুযোগ পেয়ে যাই৷ নিজের খেলা উপভোগ করতে পারি৷’

শেষে লোকেশ জানান, ‘আমরা বেশ কয়েক বছর ধরে এক সঙ্গে আইপিএল খেলছি৷ আগে আরসিবিতে এক সঙ্গে ওপেন করতাম৷ এখন পঞ্জাবে এক সঙ্গে রয়েছি৷ আমরা একে অপরের খেলার ধরণ বুঝি৷ একে অপরের সঙ্গ উপভোগ করি৷ আমি সবসময় গেইলের কাছ থেকে শেখার চেষ্টা করি৷ ওর মতো খোলা মনে ক্রিকেট খেলতে চাই৷’

Print Friendly

Related Posts