চিকিৎসার জন্য খালেদার জামিনে মুক্তির দাবি বিএনপির

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, প্যারোলে মুক্তির আবেদন করা হবে না- বলেও জানিয়েছেন ফখরুল।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রায় দুই মাস ধরে কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত বুধবার আরেকটি দুর্নীতি মামলায় তাকে হাজির করার নির্দেশ থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে নেয়া হয়নি।

পর দিন খালেদা জিয়ার সাথে কারাগারে দলের মহাসচিবের সাক্ষাতের অনুমতি থাকলেও অসুস্থতার কারণে তার সাথে দেখা করতে পারেননি মির্জা ফখরুল।

এরই ধারাবাহিকতায় খালেদা জিয়ার শারিরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানাতে সংবাদ সম্মেলন করে বিএনপি। তাকে জামিনে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানান দলের মহাসচিব।

তবে, প্রশ্নোত্তর পর্বে বিদেশ পাঠানোর বিষয়টি এড়িয়ে যান বিএনপি মহাসচিব। বর্তমান সরকারের আমলে কারাগারে খালেদা জিয়া নিরাপদ নন বলেও মনে করে বিএনপি।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়াকে নিয়ে সরকারের কোন ষড়যন্ত্র সফল হবেনা। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পাশাপাশি বিএনপি নির্বাচনের প্রস্ততি নিচ্ছে বলেও জানান দলটির নেতারা।

Print Friendly

Related Posts