চিড়িয়াখানা থেকে পালিয়েছে বাঘ-সিংহ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রচণ্ড বৃষ্টিপাত ও বন্যার কারণে শুক্রবার পশ্চিম জার্মানির লুনাবাক শহরের একটি চিড়িয়াখানা থেকে সিংহ, বাঘ এবং চিতা বাঘ পালিয়ে গেছে। এতে লুনাবাক শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংবাদসংস্থা এএফপি জানায়, পুলিশকে খবর দেয়ার পর ঘটনাস্থল থেকে ভালুক পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ২টি সিংহ, ২টি বাঘ এবং চিতা বাঘ পালিয়ে যাওয়ার বিষয় এলাকায় বেশ আতঙ্কের সৃষ্টি করছে। পরে এলাকাবাসী পুলিশকে ফোন করে বিষয়টি জানায়। ‘ধারণা করা হচ্ছে বেলজিয়ামের লুক্সেমবার্গ সীমান্তে এই প্রাণীগুলো পাওয়া যেতে পারে। তবে সীমান্ত ঘিরে যে এলাকাবাসীর অবস্থান তারা বেশ উদ্বিগ্ন।’’

জার্মানির স্থানীয় গণমাধ্যম বলছে, গত রাতে প্রচণ্ড বৃষ্টিপাত এবং বজ্রপাতে বন্যার ফলে প্রাণীগুলো পালিয়ে যেতে পেরেছে।অন্যদিকে জার্মানিতে খেলাধুলার চেয়ে চিড়িয়াখানায় বেশি দর্শনার্থী যায়। মানুষ বিনোদনের জন্য চিড়িয়াখানায় বেশি ঝুঁকছে। জার্মানিতে চিড়িয়াখানা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, কোনো কিছুই এর স্থলাভিসিক্ত হতে পারছে না।

এটা কেবল প্রাণীকে মানুষের সঙ্গে যুক্ত করতেই ভূমিকা রাখছে না। বরং বহু বিপন্ন প্রাণীর সংরক্ষণেও কাজ করছে।

Print Friendly

Related Posts