চীনের সঙ্গে যুদ্ধ হলে হেরে যাবে আমেরিকা!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নিরাপত্তার ক্ষেত্রে আতঙ্ক রয়েছে আমেরিকার। একদিকে যেমন দেশের অন্দরে নিরাপত্তায় খামতি রয়েছে, অন্যদিকে সেনাবাহিনীর দুর্বলতায় অন্য দেশের সঙ্গে যুদ্ধে হেরেও যেতে পারে আমেরিকা। এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আমেরিকার কংগ্রেশনাল প্যানেল।

ওই প্যানেলে রয়েছেন একাধিক প্রাক্তন ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান অফিসার। তাঁরা দেখেছেন সেনাবাহিনীর ক্ষেত্রে বাজেট কমিয়ে দিয়েছে মার্কিন সরকার। ফলে অনেক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে আমেরিকা। এর ফলে, চীন কিংবা রাশিয়ার সঙ্গে যুদ্ধ হলেও আমেরিকা হেরে যেতে পারে বলে মনে করেন তিনি।

ওই প্যানেলের রিপোর্টে বলা হয়েছে, মিসাইল ডিফেন্স, সাইবার সিকিউরিটি, স্পেস অপারেশন কিংবা অ্যান্টি সাবমেরিন ওয়াফেয়ারের ক্ষেত্রে কম মনোযোগ দিচ্ছে আমেরিকা। কিন্তু সেসব দিকে এগিয়ে যাচ্ছে বিপক্ষ দেশগুলি। ফেল আমেরিকার জাতীয় নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে।

একসঙ্গে দুটি ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা মার্কিন সেনা হারিয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যুদ্ধ হলে ব্যাপক ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

যদিও এবছরেও পেন্টাগনের বাজেট ৭০০ বিলিয়ন ডলার। যা রাশিয়া ও চীনের মোট সামরিক বাজেটের থেকেও অনেক বেশি। তবে এটাও যথেষ্ট নয় বলেই মনে করছে কংগ্রেশনাল প্যানেল।

Print Friendly

Related Posts