জনগনের আস্থা অর্জন করলেন লালমোহন ইউএনও শামছুল আরিফ

নজরুল ইসলাম জামাল, লালমোহন : নিজ কর্ম দিয়ে লালমোহন জনসাধারনের আস্থা অর্জন করলেন লালমোহনের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আরিফ। গত ৩০ মার্চ শুক্রবার ভোলার লালমোহন প্রেসক্লাব এর পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধানা দেয়া হয় ।

লালমোহন প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জসিম জনির পরিচালনায়  এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় ।

লালমোহন উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে সরকারের এই একনিষ্ঠ বিশ্বস্ত কর্মকর্তার বিভিন্ন সফলতা তুলে ধরে স্মৃতিচারণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।

নির্ভরযোগ্য সূত্র জানায়, দায়িত্ব পালনকালে ইউএনও শামছুল আরিফ লালমোহন উপজেলায় মানুষের স্বাস্থের জন্য ক্ষতিকারক ভেজানো সুপারীতে বিষাক্ত কেমিক্যাল মেশানো অসাধু ব্যবসায়ীদের জেল জরিমানা করেছেন। উপজেলার প্রত্যন্ত এলাকায় যেখানেই ভেজাল, অনিয়ম আর দুর্নীতির খবর পেয়েছেন সেখানেই ইউএনও ছুটে গিয়ে ব্যবস্থা নিয়েছিলেন। চলতি বছর জানুয়ারী মাসে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরিক্ষায় লালমোহনের বিভিন্ন কেন্দ্রে নকলের বিরুদ্বে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন এই নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তা । এরকম অসংখ্য দুর্নীতি অনিয়মের বিরুদ্বে ব্যবস্থা নেয়ার নজির সৃষ্টি করেন। লালমোহন ইউএনওর বদলীর খবর লালমোহন উপজেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লে জনসাধারনের মাঝে হতাশা নেমে আসে।

ভোলা-৩-আসনের সাংসদ নূরন্নবী চৌধুরী শাওনকে সরকারী কাজে বিভিন্নভাবে সহযোগীতা করেন তিনি। যা লালমোহনে শিক্ষা ক্ষেত্রে স্বরনীয় হয়ে থাকবে বলে লালমোহন সরকারী কলেজের সরকারী শিক্ষক মিসেস আকলিমা জানান। বিভিন্নভাবে তিনি জনসাধারনের উপকার করেছেন। যার জন্য লালমোহনের মানুষের মনে স্থান পেয়েছিলেন এই কর্মকর্তা।

Print Friendly

Related Posts