জাতীয় দলে ফিরলেন তারকা ওপেনার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে কব্জিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন৷ পরে চোট নিয়ে একহাতে ব্যাট করতে নেমে সমর্থকদের বাহবা কুড়িয়েছিলেন তামিম ইকবাল৷ অবশেষে চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন বাংলাদেশের তারকা ওপেনার৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের দলে জায়গা পেলেন তামিম৷ পাশাপাশি আঙুলের চোটের জন্য বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান টেস্টের পর ওয়ান ডে ফর্ম্যাটে কাম ব্যাক করলেন৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাংলাদেশের সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেন সাকিব৷ টেস্ট সিরিজে মাঠে ফেরার কথা ছিল তামিমেরও৷ তবে প্র্যাকটিসে পাঁজরে আঘাত লাগায় তামিমের জাতীয় দলে ফেরা বিলম্বিত হয় আরও কিছুদিন৷

পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিসে নেই থাকা বাংলাদেশের ওয়ান ডে ক্যাপ্টেন মাশরাফিও৷ তামিম ও মাশরাফি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের হয়ে আগামী ৬ ডিসেম্বর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে মাঠে নামবেন৷

৯ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ৷ ৯ ও ১১ ডিসেম্বর প্রথম দু’টি ম্যাচ খেলা হবে মীরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে৷ ১৪ ডিসেম্বর সিলেটে খেলা হবে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের বাংলাদেশ দল:

মাশরাশি মোর্তাজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান, নাজমুল ইসলাম, মহম্মদ মিঠুন, সাইফ উদ্দীন, আবু হায়দার রনি ও আরিফুল হক৷

Print Friendly

Related Posts