জাপার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ জাতীয় পার্টির (জাপা) ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলা জাতীয় যুবসংহতি উদ্যোগেএক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবসংহতির আহ্বায়ক ও জাতীয় আইনজীবি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. শামীমুল ইসলাম।

উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মিয়া মো. শাহজাহানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ইসমাইল খান টিটু সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবসংহতির সাবেক সদস্য জিশান আহমেদ রিপন, উপজেলা যুবসংহতির সদস্য সচিব প্রভাষক আলমাছ মিয়া, যুগ্ম-আহ্বায়ক আজহার উদ্দিন মুফতী, উপজেলা জাপা নেতা দেলোয়ার মোল্লা, সাদুল্লাপুর ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক মাইনুদ্দিন মাস্টার, গজরা ইউনিয়ন জাপার সভাপতি হযরত আলী, সাধারন সম্পাদক নুর হোসেন প্রমুখ।

জাপার চেয়ারম্যান পল্লী হুসেইন মুহাম্মদ এরশাদকে সংসদীয় বিরোধী দলীয় নেতা হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং যথাসময়ে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করায় এরশাদকে বিশেষ ধন্যবাদ জানান।

জাপার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, আমরা বিরোধী দল হিসেবে জনগনের কথা বলতে চাই। আগামী দিনে জাপার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। জনগণের আশার প্রতিফলন ঘটানোই আমাদের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। বক্তারা আরও বলেন, মতলবের কৃতি সন্তান কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এমরান হোসেন মিয়াকে অপরাজনীতি ছেড়ে সঠিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।

Print Friendly

Related Posts