জাফর ওয়াজেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

শনিবার এক বিবৃতিতে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ।

সম্প্রতি অনুষ্ঠিত বিএফইউজে নির্বাচন নিয়ে কটূক্তির অভিযোগে সাংবাদিক জাফর ওয়াজেদের বিরুদ্ধে বৃহস্পতিবার কুষ্টিয়ায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও বিএফইউজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাশেদুল ইসলাম বিপ্লব।

ডিরআইউ নেতাদের বিবৃতিতে বলা হয়, “সাবেক ছাত্রনেতা ডাকসুর সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ সত্য প্রকাশে সব সময় নির্ভিক। সম্প্রতি বিএফইউজে’র অনুমোদন পাওয়া কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতা রাশেদুল ইসলাম বিপ্লব রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে সৎ, নির্ভিক ও মুক্তিযুদ্ধের চেতনায় শানিত সাংবাদিক জাফর ওয়াজেদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছে। সাংবাদিকতার ইতিহাসে এটা অত্যন্ত জঘন্য ও খারাপ দৃষ্টান্ত।”

তারা অবিলম্বে জাফর ওয়াজেদের বিরুদ্ধে করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার করার জন্য বাদিসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

Print Friendly

Related Posts