জাবির সাত হলে নতুন প্রভোস্ট

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের প্রভোস্টদের অব্যাহতি দিয়ে নতুন করে প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলে অধ্যাপক মো. মুজিবুর রহমান, বেগম সুফিয়া কামাল হলে অধ্যাপক মো. মোতাহার হোসেন, শেখ হাসিনা হলে অধ্যাপক বশির আহমেদ, ফজিলাতুন্নেছা হলে অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, শহীদ রফিক জব্বার হলে অধ্যাপক সোহেল আহমেদ, বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর হলে অধ্যাপক মো. আব্দুল্লাহ হেল কাফী, শহীদ সালাম বরকত হলে অধ্যাপক আলী আজম তালুকদার, জাহানারা ইমাম হলে অধ্যাপক যুগল কৃষ্ণ দাস ও নওয়াব ফয়জুন্নেছা হলে সহযোগী অধ্যাপক নিগার সুলতানাকে নিয়োগ প্রদান করা হয়।

এছাড়া একই বিজ্ঞপ্তিতে উল্লিখিত হলে দায়িত্বরত প্রভোস্টদের অব্যাহতি প্রদান করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘দায়িত্বরত প্রোভোস্টদের মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে অব্যাহতি দিয়ে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন প্রভোস্টরা দায়িত্ব পালন করবেন।’

Print Friendly

Related Posts