ঢাকা-২০ আসনে অাপিলে প্রার্থীতা বৈধতা পেলেন আলহাজ্ব তমিজ উদ্দিন

রাসেল হোসেন, ধামরাই:  ঢাকা-২০ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন নির্বাচন কমিশনের শুনানিতে মনোনয়নের বৈধতা পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর)  সকাল ১০টায় ইসি ভবনে অবস্থিত ট্রায়াল রুমে শুনানি শুরু হয়। শুনানিতে মনোনয়নের বৈধতা পান তিনি।এর আগে তিনি মনোনয়ন পাওয়ার লক্ষে উপজেলা চেয়ারম্যান পথ থেকে পদত্যাগ করেন।
ধামরাই উপজেলা চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার পদত্যাগপত্র তাৎক্ষনিক গৃহীত না হওয়ায় বাছাই পর্বে তার মনোনয়নপত্র বাতিল হয়। এর পরে অাপিল করার পর মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনপত্র জমা দেয়ার পর তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন ইসি।
 ঢাকা-২০ (ধামরাই) আসনে বিভিন্ন দলের ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছিলেন। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বিএনপির তমিজ উদ্দিন ও সুলতানা আহমেদসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
তবে আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদ ও বিএনপির ব্যারিস্টার জিয়াউর রহমান খান প্রার্থী হিসেবে আগেই বৈধতা পেয়েছেন। এখন বিএনপি দলীয়ভাবে একক প্রার্থী তমিজ উদ্দিন না ব্যারিষ্টার জিয়াউর রহমান খানকে দিবেন তা দেখার বিষয়।
Print Friendly

Related Posts