তরুণ নির্মাতা নাহিদের নাটক ‘মেম্বার জামাই’

 

খান মাইন উদ্দিন, বরিশাল : তরুণ পরিচালক মজিবর রহমান নাহিদ সম্পূর্ণ বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মাণ করেছেন নাটক ‘মেম্বার জামাই’।

 

বরিশালের একঝাঁক তরুণ-তরণী নিয়ে নির্মিত নাটকটি বরিশালের বিভিন্নস্থানে চিত্রায়িত হয়েছে।

 

প্রিয় মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন মোহন খান, কানিজ ফাতেমা জ্যোতি, এইচ আর হীরা, এইচ এম হেলাল, জাকারিয়া আল-আমিন, জারা, জারা খান, সিফাত, পারভেজ, সাইফুল, রাহিম, ফাহিম, মাসুদ রানা সহ আরও অনেকে।

 

এতে প্রধান সহকারী পরিচালক ছিলেন আশিকুল ইসলাম সজিব। ক্যামেরায় কাজ করেছেন নির্মাতা নিজেই। সহকারী ক্যামেরাম্যান হিসেবে ছিলেন ইমন খান। নাটকটি ইউরেটল ক্যাবেল নেটওয়ার্ক সহ বরিশালের বিভিন্ন ক্যাবেল নেটওয়ার্কে মঙ্গলবার প্রচারিত হয়।

 

এছাড়াও প্রিয় মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল priyomultimedia তে নাটকটি মুক্তি পায় গত ১ এপ্রিল।

 

নির্মাতা মজিবর রহমান নাহিদ জানান, ‘সব সময় ভালো কিছু নির্মাণের চেষ্টা করি, আমাদের প্রাণের বরিশালের ভাষা নিয়ে এবারের নাটকে কাজ করেছেন বরিশালের এক ঝাঁক তরুণ-তরুণী। আশা করছি কাজটি সবার ভালো লাগবে।’ ইতিমধ্যে বেশ সাড়াও পেয়েছেন বলে জানান তিনি।

 

বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদের নির্মিত অন্য নাটকগুলো হলো: মরনব্যাধী, সিরিয়াল, প্রেসিডেন্ট বাড়ির জামাই, শুধু ভালোবাসি বলে, আমি কে ইত্যাদি।

Print Friendly

Related Posts