তসলিমা জানালেন, মেয়ে কার!

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অঙ্কিতা ভট্টাচার্যকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিক্রিয়া দিলেন লেখিকা তসলিমা নাসরিন৷ বাংলাদেশের এই বিতর্কিত লেখিকা জানিয়েও দিলেন মেয়ে কার?

শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের বাসিন্দা অঙ্কিতা ভট্টাচার্য নামের এক মহিলা কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন৷ ওই বৈঠকে তিনি দাবি করেন, তাঁর মায়ের নাম তসলিমা নাসরিন৷ আর তার বাবা বিজেপি সাংসদ জর্জ বেকার৷

Taslima-Ankita

তার পর থেকেই হইচই শুরু হয় সর্বত্র৷ দুই বাংলায় তো আলোচনা শুরু হয়৷ একই সঙ্গে নড়চড়ে বসে নয়াদিল্লি৷

জর্জ বেকারের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া না গেলেও প্রতিক্রিয়া দেন তসলিমা নাসরিন৷ তিনি একাধিক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷ এ নিয়ে শেষ যে ফেসবুক পোস্টটি তিনি করেছেন, তাতে তিনি অঙ্কিতা ভট্টাচার্যের দাবিকে আজগুবি বলে আখ্যা দিয়েছেন৷

অঙ্কিতা একটি ছবি সংবাদমাধ্যমের হাতে দেন৷ যে ছবি তাঁর কৈশোরের৷ সেই ছবিতে তসলিমা নাসরিনও রয়েছেন৷ তসলিমা তাঁর ফেসবুক পোস্টে দাবি করেছেন, ওই ছবিতে যে মেয়েটিকে দেখা গিয়েছে, তা আদৌ অঙ্কিতার নয়৷ বরং ওই ছবি সল্টলেকের অরুণ চক্রবর্তীর মেয়ের৷ আর ছবিতে যে বয়স্ক ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, তসলিমার বক্তব্য, ওই মহিলা রেখাচিত্রমের শিল্পী রেখা চক্রবর্তী৷

Print Friendly

Related Posts