দেবের ‘হইচই’তে সায়ন্তিকা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেবের ‘হইচই আনলিমিটেড’র টাইটেল ট্র্যাক নিয়ে ইতিমধ্যেই যে উন্মাদনা শুরু তা যে সহজে থামার নয় তা বলাই বাহুল্য৷ ‘হবে রে হইচই’ মুক্তি পাওয়ার পর থেকেই টলিপাড়া জুড়ে শুরু হয়েছে সেলিব্রেশনের মুড৷

অন্যদিকে শুরু হয়ে গিয়েছে হইচই-এর নতুন প্রতিযোগিতা৷ দেব নিজের ফ্যানদেরকেও ছবির প্রচারের অংশ করতে চান৷ তাই তাঁদের দিয়ে কখনও ছবির ডায়লগের ডাবস্ম্যাশ, কখনও রাস্তায় ঘাটে ‘সুজন মাঝি রে’ গাওয়ানো, কিছু কিছু করতেই থাকেন৷ আর দেব-ভক্তরা ভালোবেসে তা করেনও৷

এবার দেবের ফ্যানের তালিকায় নাম লেখালেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ নতুন কনটেস্ট শুরু করেছেন দেব৷ ‘হবে রে হইচই’তে দেবের করা হুকস্টেপগুলো করে ভিডিও করে পোস্ট করতে হবে ট্যুইটারে৷ সেই ভিডিও শেয়ার করবেন অভিনেতা৷ বাকি কনটেস্টের মতো এটাও সিরিয়াসলি নিয়েই নাচের ভিডিও করা শুরু করে দিয়েছে অনুরাগীরা৷ বাদ গেলেন না সায়ন্তিকাও৷

অভিনেত্রী হওয়ার আগে ডান্সারই ছিলেন সায়ন্তিকা৷ একটি ডান্স রিয়েলিটি শো থেকেই টলিউডে পাড়ি দিয়েছিলেন তিনি৷

গানটিতে ঠিক যেমনভাবে দেব নেচেছেন সেভাবেই নেচে ভিডিও পোস্ট করেছেন সায়ন্তিকা৷ প্রসঙ্গত, ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘দেব এন্টারটেনমেন্ট ভেনচারস’র নতুন ছবি ‘হইচই অ্যানলিমিটেড’। কিন্তু মুক্তির আগে, সেন্সরের গেরোয় পড়েছে এই ছবি। আগা-গোড়া কমেডিতে মোড়া এই ছবিতে রয়েছে ‘উত্তরপ্রদেশ’ শব্দটি। যাতে আপত্তি সেন্সর কর্তাদের। তাঁদের সোজা কথা বাদ দিতে হবে এই সংলাপটি। তাহলে মিলবে ছাড়পত্র।

সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তে বেঁকে বসেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “এছবিতে এমন কোনও শব্দ বা সংলাপের ব্যবহার করা হয়নি যা উত্তরপ্রদেশের মানুষদের ভাবাবেগে আঘাত করে। তাই তিনি শব্দটি এডিট করতে নারাজ।” যদিও এবিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দেব।

Print Friendly

Related Posts