ধামরাইয়ের নবগ্রামের আব্দুর রাজ্জাকের সংবাদ সম্মেলন

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ের নবগ্রামের জনৈক আব্দুর রাজ্জাক তার বিরুদ্ধে আনীত অভিযোগ এবং প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে কাওয়ালী পাড়ায় সংবাদ সম্মেলন করেছেন।

রোববার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, প্রবল বৃষ্টির ঢলে তার গোডাউন ঘর থেকে মাটি কেটে পাশেই প্রতিবেশি আজগর আলীর জমিতে যায়। গত ২ মে তিনি লোকজন নিয়ে সেই মাটি আনতে গেলে পাশের জমির মালিক আজগর আলীর পুত্র সাকিব তাকে বাধা দেয়। এ সময় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আজগর আলী, আজগর আলীর ভাই আবু হানিফ ও আজগরের স্ত্রী সেলিনা বেগম লাঠি সোটা নিয়ে রাজ্জাকের উপর হামলা চালাতে আসে। এ সময় রাজ্জাকের স্বজনরাও এসে উপস্থিত হয়। আশে পাশের লোক জনের হস্তক্ষেপে বিনা সংঘর্ষে এই বিবাদ মিটে যায়।

পরবর্তীতে রাজ্জাকের প্রতিপক্ষের লোকজন রাজ্জাক ও তার ধামরাই থানায় সাধারণ ডায়রী করে এবং পত্রপত্রিকায় এতদসংক্রান্ত খবর প্রকাশিত হয়। রাজ্জাক তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও মিথ্যা বলে অভিিহত করে প্রতিবাদ জানিয়েছেন।

Print Friendly

Related Posts